1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভালুকায় নির্বাচনী আচরণবিধি পালনে প্রশাসনের অভিযান বান্দরবানের আজিজ নগরে বিএনপি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমুল পরিবর্তন আনবে’ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক কবিতা / তার শুভ জন্মদিন / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বিদেশি অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জের   গজারিয়া চকে  জলাবদ্ধতা নিস্কাশনে  কৃষকদের দাবি  স্থায়ী সমাধান        ‌               শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত যেন ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক আমরা পাই -এম. জহির উদ্দিন স্বপন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে গৌরনদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিরাজগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন  ‎তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতেই হবে লক্ষাধিক কৃষকের স্বার্থে: পরিবেশ উপদেষ্টা রেদোয়ানা

মানিকগঞ্জের   গজারিয়া চকে  জলাবদ্ধতা নিস্কাশনে  কৃষকদের দাবি  স্থায়ী সমাধান        ‌              

 দেওয়ান মিজানুর রহমান  (মানিকগঞ্জ)  :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর  মধ্যভাটির   মানিকগঞ্জ   জেলার   কৃষিজমি রক্ষা ও  দেশের   খাদ্য সংকট   নিরসনে   গজারিয়া চকের‌ জলাবদ্ধতা নিস্কাশনে কৃষিখাতকে  ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির  পথে এগিয়ে নিতে  স্থায়ী সমাধানের জরুরি দাবি জানিয়েছেন    মানিকগঞ্জ  জেলার প্রান্তিক কৃষকেরা।   প্রসঙ্গ,  গজারিয়া চকের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা  হলে  মানিকগঞ্জ  জেলার  গজারিয়া চকের মতো  হরিরামপুর উপজেলার গুরুত্বপূর্ণ  শষ্য ভান্ডার ভাতছালার চক,  দৌলতপুর  উপজেলার বৈরাগী চকেরও    জমিগুলো    উষর জমিনে পরিনত হবে।   সরেজমিন  পরিদর্শনে  দেখা গেছে,  গজারিয়া চকের গভীর ও  অগভীর নলকুপের  আওতায় প্রায়  ৮০ থেকে  ৯০ শতাংশ জমিতে রবি মৌসুমে   রবি ফসল   এবং   ইরি বোরো মৌসুমে  ধানের আবাদ করা হয়।    বাংলাদেশ  কৃষি উন্নয়ন কর্পোরেশন  ( বিএডিসি)  মানিকগঞ্জ (ক্ষুদ্র সেচ) জোন    সহকারী প্রকৌশলী তিতাস বলেন,   বোকা কৃষকেরা  ভূমিদস্যু ও  মাটি খেকোদের  খপ্পরে  পড়ে   জমির  ” টপসয়েল ”   ইটভাটায়    বিক্রি করার ফলে  বেশির ভাগ  জমি  নিচু হয়েগেছে।   এতে   জমিতে  বৃষ্টি ও বন্যার  পানি জমে  জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।   ঢাকা আরিচা মহাসড়কের পাশে  মৎস্য  ও বনবিভাগের সামনের রাস্তার সাথে  খালের উপর  বেশ কিছু  ছোট ছোট   ‌ কালভার্ট  নির্মাণ করা  হয়েছে।  এ অবস্থায়   পানি চলাচল বন্ধ হওয়ার উপক্রম।  তিনি আরো বলেন, গজারিয়া  চকের  পানি নিষ্কাশনের জন্য ভুক্তভোগী  প্রান্তিক কৃষকেরা   জেলা প্রশাসক বরাবর  স্থায়ী সমাধানের জন্য  আবেদন করেছেন।      জেলা প্রশাসক জনস্বার্থে  কৃষকদের  আবেদনের পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে তদন্ত করে বিধি মোতাবেক কাজ করতে বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে  মতবিনিময়  করেন।     মানিকগঞ্জ পানি উন্নয়ন  (বাপাউ)  উপ-বিভাগ -১  এর  উপবিভাগীয় প্রকৌশলী   মোহাম্মদ  আশরাফুল সিদ্দিকী বলেন,   মানিকগঞ্জ জেলায়  পোল্ডার ব্যবস্থা না থাকায়   বেশির ভাগ   চকে জলাবদ্ধতা সৃষ্টি হয়।   এতে বিপাকে পড়তে হয়  কৃষকদের ।  তিনি আরো বলেন,  নদী ও খাল খনন প্রথা অমান্য করে  অপরিকল্পিত ভাবে  নদীর বালু উত্তোলনের ফলে  নদী ভাঙ্গন ও কৃষি জমি উষর জমিনে পরিনত হচ্ছে।
অভিযোগ উঠেছে,  সেওতা  বান্দুটিয়ার ঐতিহ্যবাহী শহরখাল  দিয়ে চকের পানি কালীগঙ্গা নদীতে প্রবেশ করতে না পারায়  যথাসময়ে আবাদি জমিতে রবি ফসল বপনসহ ধান চাষেও  চাষীদের বিপাকে পড়তে হচ্ছে।  যাহার    ফলশ্রুতিতে গজারিয়া চকের চাষীদের নানান  রকম দুর্ভোগসহ  আর্থিক  অভাবের মধ্যে  জীবন যাপন করতে হচ্ছে।    উল্লেখ্য,   কৃষি মন্ত্রণালয়ের অধীনে  বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প  (৩য় পর্যায় )  বড় আকারের পানি সংরক্ষণ অবকাঠামো   (২০২০-২১)  অর্থবছরে   মানিকগঞ্জ  বিএডিসির  বাস্তবায়নে   সদর উপজেলার  পশ্চিম সেওতা  মানরা খালের উপর অপরিকল্পিতভাবে    ব্যক্তিস্বার্থে   সাবেক এমপি বাউল মমতাজ বেগমকে খুশি রাখতে  মানিকগঞ্জ বিএডিসি  মমতাজ  চক্ষু  হাসপাতালের সামনে  মিনি কালভার্ট  নির্মাণ করেন।    সরেজমিনে পরিদর্শনে  দেখা গেছে,  এই মিনি কালভার্ট কৃষকদের কোন উপকারে আসছে না।   খালটি  আবর্জনার ভাগারে পরিণত করেছে মমতাজ চক্ষু    হাসপাতালের কর্তৃপক্ষ্য ।  মশা মাছির উৎপাতে ও পচা দুর্গন্ধে  এলাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এতথ্য নিশ্চিত করেন  সমাজের বিশিষ্ট জনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট