1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

রমজানে ধর্ম, ভেজালে অনর্থ: আমরা সত্যিকারের মানুষ হতে পারিনি!

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

এক
বেঁচে থাকাটাই এক বিস্ময়! প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা খাই, তা কি আদৌ খাবার, নাকি বিষ? আমাদের চারপাশের প্রতিটি খাদ্যে মিশে আছে ভেজাল, আর আমরা যেন সেটাই মেনে নিয়েছি।
সকালে দাঁত মাজার জন্য কোলগেট পেস্ট হাতে নিই—তার ভেতরে ক্যান্সারের উপাদান! নাস্তায় পরোটা খাই—অ্যামোনিয়ার তৈরি লবণ মেশানো! কলা খাই—যা কার্বাইড দিয়ে পাকানো! কফির স্বাদ নিই—তার মাঝে তেঁতুলের বিচির গুড়া মিশানো! বাজার থেকে টাটকা শাকসবজি কিনি—যা আসলে কপার সালফেট ছিটিয়ে সতেজ করা, হাইব্রিড সার দিয়ে ফলানো!
দুপুরে ভাত খাবো—তা ইউরিয়া দিয়ে সাদা করা! মুরগির মাংস প্লেটে তুলে নেব—যাকে বড় করতে দিনের পর দিন গলাধঃকরণ করানো হয়েছে অ্যান্টিবায়োটিক! রান্নার জন্য সয়াবিন তেল নেব—যার ভেতরে মেশানো থাকে অর্ধেক নিম্নমানের পাম অয়েল! খাবারের পর মিষ্টি খেতে চাইলে জিলাপির কড়াইতে ডুবিয়ে ভাজা হচ্ছে পোড়া মবিলে!
গরমের দিনে তৃষ্ণা নিবারণের জন্য তরমুজ কিনি—যাকে লাল করে তোলা হয়েছে পটাশিয়াম পারম্যাংগানেট দিয়ে! রোজার ইফতারে খেজুর মুখে তুলতে যাই—যা বছরের পর বছর ধরে ফরমালিন দিয়ে সংরক্ষিত! মুড়ি খাই সরিষার তেল দিয়ে—যেখানে মুড়ি ইউরিয়া দিয়ে সাদা করা, আর সরিষার তেলে মিশানো হয়েছে ভয়ংকর রাসায়নিক! রাতে ঘুমানোর আগে দুধ পান করি, হরলিক্স খাই—কিন্তু জানি না, গাভীর শরীরে ইনজেকশন দিয়ে অতিরিক্ত দুধ সংগ্রহ করা হয়েছে, পরে তা ইউরিয়া মিশিয়ে আরও সাদা করা হয়েছে!
এতসব ভেজাল খেয়ে, প্রতিদিন বিষ গিলে কীভাবে বেঁচে আছি আমরা? একমাত্র আল্লাহর রহমত ছাড়া এর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন!
দুই
রমজান মাস সারা বিশ্বের মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস। অথচ আমাদের দেশে এই মাসই যেন হয়ে ওঠে প্রতারণার সবচেয়ে বড় উৎসব! ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আমাদেরকে ঠকায়, মৃত্যুর দিকে ঠেলে দেয়!
রমজান এলেই বাজারের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এক রাতের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম কয়েকগুণ বেড়ে যায়। অথচ আমাদের দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, মজুদেও সমস্যা নেই। তাহলে এই দাম বাড়ে কেন? কারণ, ব্যবসায়ীদের লোভ। তাদের কাছে ধর্ম নেই, নীতি নেই, আছে শুধু টাকার প্রতি অন্ধ আকর্ষণ!
আমাদের দেশেই দেখা যায়, রমজানের শুরুতে খাদ্যে ভেজাল মেশানো আরও বেড়ে যায়। কারণ মানুষ বেশি খাবার কিনবে, বেশি খরচ করবে—এ সুযোগে অসৎ ব্যবসায়ীরা অধিক মুনাফা লুটতে চায়।
এত বড় অন্যায়ের পরও আমরা চুপচাপ সহ্য করি। কেন? কারণ, আমাদের কোনো বিকল্প নেই। আমরা জানি যে বাজারের সব শাকসবজিতেই কেমিক্যাল, সব ফলেই কার্বাইড, সব মাংসেই অ্যান্টিবায়োটিক। তারপরও খেতে হয়, বাঁচতে হয়!
রমজানে নামাজের কাতার বড় হয়, মসজিদে ভিড় বাড়ে, তারাবির নামাজে দাঁড়ানোর মানুষ বাড়ে। কিন্তু সত্যিকারের ধর্ম কোথায়? আল্লাহ কি শুধু নামাজ, রোজাই চেয়েছেন? না, তিনি ন্যায়পরায়ণতা, সততা, মানবতা, নৈতিকতার দাবি করেছেন। অথচ এই পবিত্র মাসেই আমরা সবচেয়ে বেশি অন্যায় করি!
তিন
শুধু খাবারেই নয়, প্রতিটি ক্ষেত্রে আমাদের চারপাশে ভেজাল আর প্রতারণা!
৭০ শতাংশ ওষুধ কোম্পানি মানহীন ওষুধ তৈরি করে। চিকিৎসার নামে চলছে প্রতারণা। হাসপাতালগুলোতে ভালো চিকিৎসার চেয়ে টাকা কামানোর প্রতিযোগিতা বেশি। ডাক্তারদের একটা অংশ কমিশনের আশায় রোগীদের অহেতুক পরীক্ষা করান। আবার রোগীরাও অন্ধবিশ্বাসে যা খেতে বলেন, তাই খান—চিন্তাও করেন না, ওষুধটা আদৌ কার্যকর কিনা!
জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন এত ভেজাল, তখন কীভাবে বলব, আমরা ভালো আছি?
চার
রমজানে আমরা সবাই ‘ধর্মপ্রাণ’ হয়ে যাই। মসজিদে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইফতার পার্টি করি, সোশ্যাল মিডিয়ায় ইসলামিক পোস্ট দেই। কিন্তু ধর্ম কি কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ?
ধর্ম মানে সত্য, ধর্ম মানে সততা, ধর্ম মানে মানুষের কল্যাণ। অথচ আমরা ধর্মের দোহাই দিয়ে সবচেয়ে বেশি প্রতারণা করি, সবচেয়ে বেশি অন্যায় করি, সবচেয়ে বেশি ভেজাল মেশাই! আমরা শুধু লোক দেখানো মুসলমান, অন্তর থেকে নয়!
আল্লাহ কি এটাই চেয়েছেন? তিনি কি আমাদের প্রতারণার মুসলমান বানিয়েছেন?
না, তিনি আমাদের সত্যিকারের মানুষ হতে বলেছেন। তিনি চেয়েছেন, আমরা যেন একে অপরের ক্ষতি না করি, প্রতারণা না করি, অন্যায় না করি।
পাঁচ
আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই, তাহলে আগে আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। মানুষ হতে পারলেই ধর্ম তার আসল সৌন্দর্য নিয়ে ধরা দেবে। আল্লাহ যদি আমাদের সত্যিকারের মানুষ বানিয়ে দেন, তবে এই দেশটা বদলে যেতে সময় লাগবে না।
এই রমজানে আমাদের দোয়া হোক—
হে আল্লাহ! আমাদের ভেজালমুক্ত খাবার দিন, সততার পথে চলার শক্তি দিন, এবং আমাদের সত্যিকারের মানুষ করে তুলুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট