1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ০৩ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আত্মপ্রকাশ আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা! বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে উত্তাল জনসভার দাবি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন! আইজিপি ব্যাজে ভূষিত পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ: নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক পুলিশের উজ্জ্বল প্রতীক! চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনকে আইজিপি ব্যাজ: নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনগণের আস্থার প্রতীক! কোতোয়ালি থানায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা বালুকাবেলার আত্মঘোষণা: যেখানে সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের কবিতা

এম আর পি পাসপোর্ট বিড়ম্বনা-২

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

“প্রবাসীদের জন্য এমআরপি পাসপোর্ট পুনরায় চালুর দাবি, ই-পাসপোর্টে জটিলতায় বিপাকে লাখো রেমিট্যান্স যোদ্ধা”

বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি প্রবাসী আয়। স্বাধীনতার পর থেকেই দেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। মূলত মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের দেশগুলোতে শ্রমিক, ব্যবসায়ী কিংবা চাকরিজীবী হিসেবে কাজ করছেন তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্ট চালু হওয়ায় হাজার হাজার প্রবাসী কর্মী চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) বন্ধ হওয়ায় এবং ই-পাসপোর্টের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বাধ্যতামূলক করায় ভিসা নবায়ন ও বিদেশে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক জটিলতার সম্মুখীন হচ্ছেন তারা।
পাসপোর্ট জটিলতার সূচনা
স্বাধীনতার পর পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মানদণ্ড ছিল না। বেশিরভাগ ক্ষেত্রেই দালালের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হতো, যেখানে বয়স কিংবা নামের শুদ্ধতা নিয়ে কেউ মাথা ঘামাতো না। অনেকেই বয়স বাড়িয়ে কিংবা মা-বাবার নাম ভুলভাবে উল্লেখ করে পাসপোর্ট করাতেন। মুখে প্রচলিত নামগুলোই পাসপোর্টে লেখা হতো, যা ছিল সম্পূর্ণ অশুদ্ধ। তৎকালীন সময়ে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক ছিল না, ফলে পাসপোর্টে নাম ও বয়সের গরমিল স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। এই ভুল তথ্য নিয়েই লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে গিয়ে দেশের জন্য রেমিট্যান্স অর্জন করেছেন। ২০১০ সালে এমআরপি পাসপোর্ট চালু হলে পুরনো হাতে লেখা পাসপোর্টের ভিত্তিতেই নতুন পাসপোর্ট ইস্যু করা হয়। কিন্তু তখনো জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্রের (NID) গুরুত্ব ছিল না। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের পার্থক্য ১/১১-এর সেনাসমর্থিত সরকার জাতীয় পরিচয়পত্র ব্যবস্থা চালু করে, যা অনেকাংশে সঠিক তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছিল। তবে প্রবাসীরা এই উদ্যোগের আওতার বাইরে ছিলেন। পরবর্তীতে অনেক প্রবাসী দেশে ফিরে এসে আইডি কার্ড করলেও তা পাসপোর্টের সঙ্গে মেলেনি। কারণ, পাসপোর্টে যে বয়স বা নাম ছিল, তা আইডি কার্ডে ভিন্নভাবে উঠে এসেছে। ফলে দু’টি গুরুত্বপূর্ণ নথিতে তথ্যের অমিল তৈরি হয়েছে। এমআরপি পাসপোর্টের মাধ্যমে বিদেশে যাওয়া প্রবাসীরা এখন ই-পাসপোর্ট করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করলে আগের এমআরপি পাসপোর্টের সঙ্গে মিল থাকছে না। ফলে ই-পাসপোর্ট করলেও আগের ভিসা বহাল রাখা যাচ্ছে না। এতে বিদেশের কর্মস্থলে ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না। ই-পাসপোর্টের বাধ্যবাধকতা, প্রবাসীদের দুঃশ্চিন্তা
২০২২ সালে সরকার ই-পাসপোর্ট চালু করে এবং পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়। কিন্তু এই নিয়মে বড় ধরনের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ প্রবাসীর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে গরমিল রয়েছে। ফলে ই-পাসপোর্টের জন্য আইডি কার্ডের তথ্য অনুযায়ী নতুন পাসপোর্ট করতে হলে আগের ভিসা যুক্ত এমআরপি পাসপোর্ট আর কার্যকর থাকছে না।
যদি প্রবাসীরা আইডি কার্ডের ভিত্তিতে ই-পাসপোর্ট করেন, তবে আগের ভিসা আর কার্যকর থাকবে না। অন্যদিকে, পুরনো তথ্য ধরে পাসপোর্ট করতে গেলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তা সম্ভব হচ্ছে না। ফলে হাজার হাজার প্রবাসী দেশে ফিরে এসে সমস্যায় পড়ছেন। এমআরপি পাসপোর্ট ইস্যু পুনরায় চালুর দাবি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ১ কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের বেশিরভাগেরই পাসপোর্ট এমআরপি ভিত্তিক। এদের মধ্যে অনেকেই এখনও ই-পাসপোর্ট করেননি বা করতে পারেননি। কারণ, আইডি কার্ড অনুযায়ী ই-পাসপোর্ট করলে বিদেশে থাকা আর সম্ভব হবে না।
প্রবাসীদের দাবি, এমআরপি পাসপোর্ট ইস্যু চালু রেখে নতুন ই-পাসপোর্টের ব্যবস্থা করতে হবে। বর্তমান এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সেটি নবায়ন করতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ই-পাসপোর্ট চালু করতে হলে, পুরনো পাসপোর্টের তথ্য অনুযায়ী তা করতে হবে, আইডি কার্ডের ভিত্তিতে নয়।
কোথায় কত প্রবাসী
সৌদি আরব: ২০ লাখ+
মালয়েশিয়া: ১৫ লাখ
ওমান: ৫.৫ লাখ
কাতার: ৪ লাখ
কুয়েত: ৫ লাখ
সংযুক্ত আরব আমিরাত (দুবাইসহ): ১২ লাখ
ইউরোপ ও আমেরিকা: ৩ লাখ+
সরকারের করণীয়
সরকারের উচিত এমআরপি পাসপোর্ট ইস্যুর সুযোগ পুনরায় চালু করা। প্রবাসীদের অভিযোগ, সরকারের সিদ্ধান্তে সামান্য পরিবর্তন এনে এই সমস্যার সমাধান সম্ভব। এমআরপি পাসপোর্ট নবায়নের সুযোগ দিলে প্রবাসীদের বিদেশে থাকা ও কাজ করা সহজ হবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকবে।
প্রবাসীদের ভবিষ্যৎ নির্ভর করছে সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর। রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলবে-

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট