
মেহেন্দিগঞ্জ উপজেলায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছেন কয়েক শতাধিক নেতাকর্মী। ১৭ জানুয়ারি রোজ শনিবার এক যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহ্সান-এর হাতে ফুল দিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করে স্বদলীয়ভাবে বিএনপিতে যোগদান করেন নেতাকর্মীরা।