1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা নিয়ে সমালোচনার ঝড়,বিতর্কিত ব্যক্তির হাতে ক্রেস্ট

শফিকুল ইসলাম, জয়পুরহাট 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জয়পুরহাটে সম্প্রীতি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে তিনজন প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীরা হলেন, কানাডা প্রবাসী মফিজ উদ্দিন প্রামানিক, সাইফুর রহমান এবং কুয়েত প্রবাসী সানাউল ইসলাম। তবে রেমিট্যান্স যোদ্ধা সাইফুর রহমানের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের সহধর্মিণী কামরুন নাহার শিমুল। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।তবে সাইফুর রহমানের বোন সায়দা ফেরদৌস টফি জানান, তার অনুরোধেই বোন কামরুন নাহার শিমুল সম্মাননা গ্রহণ করেছেন। এতে তাদের পরিবারের কোনো দোষ নেই।জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, ব্যাংকের তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকাভুক্ত পরিবারের পক্ষ থেকে যিনি সম্মত হয়েছেন, তাকেই সম্মাননা দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের সহযোগিতায় জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম, সহকারী পরিচালক মোশারফ হোসেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানাগেছে, গত এক বছরে জয়পুরহাট জেলার তিনজন প্রবাসী মিলে মোট ১ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৪৯ টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্‌তার চৌধুরী জানান, ব্যাংকের অফিসিয়াল তথ্যের ভিত্তিতেই রেমিট্যান্স যোদ্ধাদের আমন্ত্রণ জানানো এবং সম্মাননা প্রদান করা হয়েছে। ক্রেস্ট কারা গ্রহন করবেঢন তার তালিকা রয়েছে সেখানে আওয়ামীলীগ নেত্রীর নাম ছিল না। তাকে কে বা কারা দাওয়াত দিয়েছে তিনি জানেন না এবং ব্যক্তিগতভাবে তিনি কাউকে চেনে না বলে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট