জয়পুরহাটে সম্প্রীতি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে তিনজন প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্তার চৌধুরী।
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীরা হলেন, কানাডা প্রবাসী মফিজ উদ্দিন প্রামানিক, সাইফুর রহমান এবং কুয়েত প্রবাসী সানাউল ইসলাম। তবে রেমিট্যান্স যোদ্ধা সাইফুর রহমানের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের সহধর্মিণী কামরুন নাহার শিমুল। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।তবে সাইফুর রহমানের বোন সায়দা ফেরদৌস টফি জানান, তার অনুরোধেই বোন কামরুন নাহার শিমুল সম্মাননা গ্রহণ করেছেন। এতে তাদের পরিবারের কোনো দোষ নেই।জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, ব্যাংকের তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকাভুক্ত পরিবারের পক্ষ থেকে যিনি সম্মত হয়েছেন, তাকেই সম্মাননা দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের সহযোগিতায় জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম, সহকারী পরিচালক মোশারফ হোসেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানাগেছে, গত এক বছরে জয়পুরহাট জেলার তিনজন প্রবাসী মিলে মোট ১ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৪৯ টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্তার চৌধুরী জানান, ব্যাংকের অফিসিয়াল তথ্যের ভিত্তিতেই রেমিট্যান্স যোদ্ধাদের আমন্ত্রণ জানানো এবং সম্মাননা প্রদান করা হয়েছে। ক্রেস্ট কারা গ্রহন করবেঢন তার তালিকা রয়েছে সেখানে আওয়ামীলীগ নেত্রীর নাম ছিল না। তাকে কে বা কারা দাওয়াত দিয়েছে তিনি জানেন না এবং ব্যক্তিগতভাবে তিনি কাউকে চেনে না বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com