1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে চাচার উপর ভাতিজার হামলা; বাড়িঘর ভাংচুর কুষ্টিয়ায় ব্জ্রপাতে কৃষক ও ট্রলি চালকের মৃ’ত্যু মানবিকতার অভাবে উৎপলের মৃত্যু: গার্মেন্টস খাতে আর কত জীবন ঝরবে! ১৯৯১-এর সেই বিভীষিকাময় ২৯ এপ্রিল: চট্টগ্রাম প্রেস ক্লাবে স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ” আলোর দীপ্তি: এক নারী শিক্ষকের জীবনচিত্র আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত — ফরহাদুল হাসান সভাপতি, সাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক প্যাকেজ ব্যবসার আড়ালে পতিতাবৃত্তি, চোলাই মদ ও অস্ত্র সরবরাহে ওয়াসীমের অপরাধ সাম্রাজ্য! চট্টগ্রামে ওয়াসার পানিতে কেচু! জনস্বাস্থ্যের হুমকি, নাগরিক ফোরামের জরুরি হস্তক্ষেপের আহ্বান! হামিদচরে শোকের ছায়া: কিশোর গ্যাংয়ের অমানবিক আগ্রাসন চট্টগ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ১৪টি বিদেশি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

পাহাড়ের নীরবতায় শব্দের জন্ম

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রাঙামাটি যাওয়ার পথে পথ যেন থেমে গেল এক পুরনো স্মৃতির সিঁড়িতে। সে এক ধুলো-মাখা পুলিশ ফাঁড়ি, যার গায়ে এখনো পুরনো সময়ের গন্ধ লেগে আছে। সময় তাকে পরিত্যাগ করেছে, মানুষ ভুলে গেছে, অথচ সে দাঁড়িয়ে আছে নিজের মতো করে, পাহাড়ের দিকে চেয়ে, অরণ্যের নিঃসঙ্গতার সাক্ষ্য হয়ে।
আমি থেমে যাই। হাতে এক কাপ চা, আর হৃদয়ের গভীরে জমে থাকা কিছু অস্থির ভাবনা। চারপাশে নিঃশব্দতা—নীরব অথচ কথা বলে। দূরে সবুজ পাহাড়, ঘন বৃক্ষরাজি, হালকা কুয়াশার পর্দা। যেন প্রকৃতি তার গোপন দরজা খুলে দিয়েছে শুধু আমার জন্য। এই থেমে যাওয়ার মাঝেও এক অনন্ত গতি আছে—ভাবনার, স্মৃতির, আত্মশুদ্ধির।
আমার বড় মেয়ে কাশপি তখন ছবি তোলে। আমি তা জানি, তবু ভাবনার ভেতর এতটাই ডুবে থাকি যে ক্যামেরার উপস্থিতি আমার অনুভবে আসে না। এই মুহূর্ত যেন কোনো দৃশ্য নয়, এক ধরনের সাহিত্যিক স্বপ্ন। যেখানে সময়ের হিসাব নেই, শহরের শব্দ নেই, কেবল এক নিঃসঙ্গ লেখকের আত্মসমীক্ষা।
পাহাড় আমাকে বদলে দেয়। শহরের কোলাহল, যন্ত্রের শব্দ, মানুষের মুখোশ—এসবের বিপরীতে এই প্রকৃতি আমার আত্মাকে ধুয়ে দেয়। আমি ফিরে যাই আমার শৈশবে, সেই সময়ের চট্টগ্রামে, যখন রেললাইন পেরিয়ে আমরা পাহাড়ে উঠতাম, পলিথিনে মুড়িয়ে নিয়ে যেতাম সামান্য ভাজা চানাচুর, চা, কাগজ আর কলম। আজও সেই কাগজ, সেই কলম সঙ্গেই আছে, তবে পাহাড়ের প্রতি ভালোবাসা আরও গভীর, আরও বিশুদ্ধ হয়ে উঠেছে।এই ফাঁড়ির সিঁড়িতে দাঁড়িয়ে আমার মনে পড়ে যায় সমস্ত অসমাপ্ত লেখা, ভুলে যাওয়া চরিত্র, অপ্রকাশিত উপন্যাসের পাতা। পাহাড় যেন আমায় তাড়া দেয়—লিখো, আবার লিখো।
যা বলা হয়নি, তা লিখো। যা হারিয়ে গিয়েছে, তা খুঁজে আনো শব্দে।পথ চলতে চলতে থেমে গিয়ে ভাবনার ঢেউয়ে ডুবে যাওয়া আমার চিরাচরিত স্বভাব। অন্যেরা যাকে বিলম্ব বলে, আমি তাকে বলি আত্মার পুনর্জন্ম। এই পাহাড়ি নিঃস্তব্ধতা আমার সাহিত্যের গর্ভনদী, এখান থেকেই জন্ম নেয় আমার শব্দ, বাক্য, প্রতিবাদ ও প্রেম।
চায়ের কাপটা ফাঁকা হয়ে আসে, কিন্তু আমার ভেতরের ভাবনা তখনও উপচে পড়ে। সামনে অরণ্যের দিকে তাকিয়ে মনে হয়, সাহিত্যের গভীরতা আসলে এখানেই—যেখানে শব্দ নয়, নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা।
এই পথ রাঙামাটির, অথচ মনে হয় আত্মার ভেতরের কোনো গভীর উপত্যকায় প্রবেশ করেছি। আমি লিখে ফেলি আমার আগামী দিনের প্রথম লাইন—“জীবন কেবল গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে নিঃশব্দ পাহাড়ের দিকে তাকিয়ে নিজের ভেতর ফিরে যাওয়ার নামও জীবন।”
ঠিক এইভাবেই সাহিত্যের সঙ্গে আমার পথচলা, থেমে থেমে চলা, দেখার ফাঁকে গভীরভাবে বোঝা। পাহাড় আমাকে লেখক করে, চা আমাকে দর্শক করে, আর স্মৃতি আমাকে মানুষ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট