1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত! গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব–এম. জহির উদ্দিন স্বপন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাংবাদিক ও সংবাদপত্রের কথা” বইটি গণমাধ্যম কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—শামা ওবায়েদ

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

একুশে বইমেলায় মোড়ক উন্মোচন হল বিশিষ্ট লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিনের নতুন বই “সাংবাদিক ও সংবাদপত্রের কথা”। এই বইটি সাংবাদিকদের জন্য গবেষণামূলক এবং সময়োপযোগী একটি কর্ম, যা তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে। বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপির নেতা শামা ওবায়েদ।
এ সময় তিনি বলেন, “দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন নির্ভীক মনোভাব নিয়ে সাংবাদিকতা করতে হলে, এই ধরনের গবেষণামূলক বই পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মো. কামাল উদ্দিনের ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ বইটি গণমাধ্যম কর্মীদের জন্য একটি দিকনির্দেশক বলে আমি মনে করি।”
শামা ওবায়েদ আরও বলেন, “সাংবাদিকতা একটি গুরুতর দায়িত্ব, যা সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। সাংবাদিকদের কাজ শুধু খবর সংগ্রহ বা পরিবেশন নয়, বরং এটি জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। তাই সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য লেখক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলা একাডেমির প্রতিনিধিরাও উপস্থিত থেকে বইটির উপর আলোচনা করেন। অনুষ্ঠানে দেশবরেণ্য লেখক, সাংবাদিক ও কবি মাহামুদুল হাসান নিজামী বক্তব্য রাখেন। তিনি বলেন, “সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন, কিন্তু তাদেরও নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। এ ধরনের বইগুলো সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।”
অনুষ্ঠানে আলোচকরা উল্লেখ করেন যে, মো. কামাল উদ্দিনের বইটি সাংবাদিকতার মৌলিক দিকগুলো তুলে ধরেছে এবং গণমাধ্যম কর্মীদের আরও গভীরভাবে চিন্তা করতে উত্সাহিত করবে। বইটি শুধু সাংবাদিকদের জন্য নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের জন্যও একটি গুরুত্বপূর্ণ পাঠ।
এ বইটি সাংবাদিকতা পেশার গুরুত্ব ও চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে সহায়তা করবে, এমনটি মনে করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট