1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে চাচার উপর ভাতিজার হামলা; বাড়িঘর ভাংচুর কুষ্টিয়ায় ব্জ্রপাতে কৃষক ও ট্রলি চালকের মৃ’ত্যু মানবিকতার অভাবে উৎপলের মৃত্যু: গার্মেন্টস খাতে আর কত জীবন ঝরবে! ১৯৯১-এর সেই বিভীষিকাময় ২৯ এপ্রিল: চট্টগ্রাম প্রেস ক্লাবে স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ” আলোর দীপ্তি: এক নারী শিক্ষকের জীবনচিত্র আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত — ফরহাদুল হাসান সভাপতি, সাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক প্যাকেজ ব্যবসার আড়ালে পতিতাবৃত্তি, চোলাই মদ ও অস্ত্র সরবরাহে ওয়াসীমের অপরাধ সাম্রাজ্য! চট্টগ্রামে ওয়াসার পানিতে কেচু! জনস্বাস্থ্যের হুমকি, নাগরিক ফোরামের জরুরি হস্তক্ষেপের আহ্বান! হামিদচরে শোকের ছায়া: কিশোর গ্যাংয়ের অমানবিক আগ্রাসন চট্টগ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ১৪টি বিদেশি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

“ইত্তেফাক: সাত দশকের ঐতিহ্য, জাতির কণ্ঠস্বর”

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সংবাদপত্র জগতে এক অবিস্মরণীয় নাম – ‘দৈনিক ইত্তেফাক’। জাতির কথা বলা, গণমানুষের ভাবনা তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর হয়ে ওঠার ইতিহাস এই পত্রিকার পাতায় পাতায় জড়িয়ে আছে। ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর যে যাত্রার সূচনা করেছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া, তা আজ সাত দশক পেরিয়ে এক নতুন দিগন্তে পদার্পণ করছে। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ‘ইত্তেফাক’ ৭২ বছরে পদার্পণ করবে।সাংবাদিকতার বাতিঘর তফাজ্জল হোসেন মানিক মিয়া শুধু একজন সম্পাদক ছিলেন না, তিনি ছিলেন এক অগ্রণী পথিকৃৎ। পাকিস্তান আমলে যখন গণমাধ্যম ছিল শাসকের করায়ত্ত, তখন ‘ইত্তেফাক’ ছিল শোষিত, বঞ্চিত মানুষের মুখপত্র। ভাষা আন্দোলন, ছয় দফা, গণ-অভ্যুত্থান কিংবা মুক্তিযুদ্ধ – প্রতিটি অধ্যায়ে ‘ইত্তেফাক’ শুধু সংবাদ পরিবেশন করেনি, বরং ইতিহাসের অংশ হয়ে উঠেছে।
তৎকালীন সময়ে বাংলাদেশে সাংবাদিকতা মানেই ছিল শাসকদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সত্য প্রকাশ করা। মানিক মিয়া তার বলিষ্ঠ লেখনী দিয়ে প্রমাণ করেছিলেন, সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি জনগণের শক্তি, পরিবর্তনের হাতিয়ার। তার সাহসী কলমে ‘রাজনৈতিক বিভাজন’, ‘শাসকের নির্যাতন’ এবং ‘গণমানুষের অধিকার’ উঠে এসেছে বারবার।
ইত্তেফাকের অবদান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ‘ইত্তেফাক’ এক অবিচ্ছেদ্য নাম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে এই দৈনিকটি শক্ত অবস্থান নিয়েছিল। মুক্তিযুদ্ধের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে এই পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। ‘ইত্তেফাক’ সেই দুর্দিনেও নির্ভয়ে সত্য প্রকাশ করে গেছে। স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও ‘ইত্তেফাক’ ছিল সম্মুখ সারিতে। দেশ গঠনে নীতিনির্ধারকরা যখন পথ হারিয়েছেন, তখন ‘ইত্তেফাক’ লিখেছে জনগণের চাওয়া-পাওয়ার কথা। সরকারের সফলতা যেমন তুলে ধরেছে, তেমনি সমালোচনাও করেছে অকপটে। সময়ের পরিবর্তন ও আধুনিক ইত্তেফাক সময়ের পরিক্রমায় সাংবাদিকতার ধরন বদলেছে। প্রযুক্তির ছোঁয়ায় এখন সংবাদপত্র শুধু মুদ্রিত আকারে নয়, ডিজিটাল মাধ্যমেও পাঠকের কাছে পৌঁছে যায় মুহূর্তের মধ্যে। কিন্তু ‘ইত্তেফাক’ তার মূল আদর্শ থেকে একচুলও বিচ্যুত হয়নি।
বর্তমানে ‘ইত্তেফাক’ আধুনিক প্রযুক্তি ও সাহসী সাংবাদিকতার মিশেলে নতুন এক ধারার জন্ম দিয়েছে। নৈতিকতা ও নিরপেক্ষতার প্রশ্নে ‘ইত্তেফাক’ এখনো আপসহীন। তরুণ প্রজন্মের কাছে সত্য এবং তথ্য নির্ভর সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রবীণ পাঠকদের জন্যও এটি ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে আছে। ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী,উদযাপন ও প্রতিজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর ২০২৪, ‘দৈনিক ইত্তেফাক’ তার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এটি শুধু একটি সংবাদপত্রের জন্মদিন নয়, এটি জাতির পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। চট্টগ্রামের জুবিলী রোডে ‘দৈনিক ইত্তেফাক’ ব্যুরো অফিসে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের। এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো সেই সব কলম সৈনিকদের, যারা গণমানুষের পক্ষে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করেছেন। সাংবাদিকতা পেশাকে যারা শুধু চাকরি নয়, বরং দায়িত্ব ও ব্রত হিসেবে গ্রহণ করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মানিক মিয়ার আদর্শ: ভবিষ্যতের পথচলা তফাজ্জল হোসেন মানিক মিয়ার দেখানো পথ ধরে ‘ইত্তেফাক’ আগামীর বাংলাদেশে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবে। মুক্ত গণমাধ্যম, বাকস্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই মানিক মিয়া শুরু করেছিলেন, তা আজও অব্যাহত আছে। ভবিষ্যতের পথচলায় ‘ইত্তেফাক’ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সেই নীতিতে, যা জাতির জন্য কল্যাণ বয়ে আনে। সত্য ও ন্যায়ের পথে থেকে, সাহসী সাংবাদিকতার নতুন নতুন দিগন্ত উন্মোচন করাই হবে আমাদের লক্ষ্য। সমাপ্তি ‘ইত্তেফাক’ শুধু একটি সংবাদপত্র নয়, এটি একটি ঐতিহ্য, একটি গৌরবময় অধ্যায়। সাত দশকের পথ পরিক্রমা শেষে ‘ইত্তেফাক’ যে আট দশকের দিকে এগিয়ে যাচ্ছে, তা আমাদের জন্য এক অনন্য উৎসাহের বিষয়।
আপনাদের ভালোবাসা, সমর্থন এবং পাশে থাকার কারণেই ‘ইত্তেফাক’ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর হবে, ‘ইত্তেফাক’ আরও উজ্জ্বল হয়ে উঠবে সত্যের পথিক হয়ে। ২৪ ডিসেম্বর ২০২৪ (মঙ্গলবার) জীবন বীমা ভবন ৪. জুবিলী রোড, চট্টগ্রাম সময় সকাল ১১টা আমন্ত্রণে: সালাহউদ্দিন মো. রেজা ব্যুরো প্রধান, চট্টগ্রাম অফিস
সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাব ইত্তেফাক: সত্যের পথে সাত দশক – আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে যে নামটি সর্বপ্রথম উচ্চারিত হয়, সেটি ‘দৈনিক ইত্তেফাক’। সাত দশক ধরে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে ওঠা এই সংবাদপত্র শুধু একটি প্রকাশনা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সমাজ পরিবর্তনের নির্ভীক সাক্ষী। দৈনিক ভোরের আওয়াজ এবং The Daily Banner এর পক্ষ থেকে আমরা ‘ইত্তেফাক’ এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।ইত্তেফাকের প্রতিটি শব্দে ফুটে ওঠে জনগণের কণ্ঠস্বর। তফাজ্জল হোসেন মানিক মিয়ার সাহসী নেতৃত্বে ‘ইত্তেফাক’ শুরু থেকে এখন পর্যন্ত যে ভূমিকা রেখে চলেছে, তা ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে। ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম কিংবা গণতান্ত্রিক আন্দোলন – সবকিছুতেই ‘ইত্তেফাক’ এর অবস্থান ছিল নির্ভীক ও অকুতোভয়। সাংবাদিকতার এই চরম উৎকর্ষ আর নিরপেক্ষতা বজায় রাখা সহজ কাজ নয়। কিন্তু ‘ইত্তেফাক’ প্রমাণ করেছে, সত্যের পথে অবিচল থাকলে পত্রিকা একটি জাতির পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। আমরা বিশ্বাস করি, আগামীতেও ‘ইত্তেফাক’ একই সাহস, সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে জাতির সেবা করে যাবে। ভবিষ্যতের পথচলায় আমাদের প্রতিজ্ঞা সাংবাদিকতার পবিত্র দায়িত্ব পালনে ‘ইত্তেফাক’ যে মানদণ্ড স্থাপন করেছে, তা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরাও দৈনিক ভোরের আওয়াজ এবং The Daily Banner এর মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সত্য ও ন্যায়ের পথে, জাতির কল্যাণে আমরা সদা প্রস্তুত। ইত্তেফাক-এর দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সত্যের কথা বলে যান, আমরা সেই সত্যের সাক্ষী হয়ে পাশে থাকব। শ্রদ্ধা ও শুভকামনায়,
দৈনিক ভোরের আওয়াজ
The Daily Banner

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট