1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিগত ৪ বছর আগে নিজ দলীয় কোন্দলে হৃদয় বকালী জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে রোমানিয়ায়! গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই: অধিকারের আয়োজনে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে জোর দাবি! মানবিক করিডোর: হৃদয়ের দরজা খুললেই কি সীমান্তও খুলে যাবে! স্বাধীনতা হরণ করা কলম নয়, চাই সত্যের তীক্ষ্ণ অস্ত্র! ঈদু আলম বাঁচুক—একটি জীবন, একটির স্মৃতি, এক মানবিক আবেদন সেনাবাহিনীর সফল অভিযান: মাদক-ডাকাতি চক্রের দুই শীর্ষ অপরাধী গ্রেপ্তার দীপিকা বড়ুয়ার হৃদি কথন এক জীবন্ত কাব্যসম্ভার! বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আত্মপ্রকাশ আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা!

পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

আলম সামস,
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে শতাধিক মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী আমির হোসেন।
রবিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের আরো জানান উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আলী আশরাফ ও তাজুল ইসলামের নেতৃত্বে প্রায় দুইশ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে শনিবার সকালে আমার বাগানের গাছ গুলো কেটে ফেলে। আমি ভয়ে ঘর থেকে বের হতে পারিনি। পরে ১১জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
প্রত্যক্ষদর্শী ইফতেখার ইবনে হেলাল বলেন, প্রায় দুইশ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে নানার বাগানের মূল্যবান অনেক গাছ কেটে ফেলে। সবার হাতেই দা-কুড়াল ও লাঠি-সোঁটা ছিলো। তারা মূহুর্তের মধ্যেই নানার বাগানে থাকা মেহগুনী, একাশী, আম, কাঠাল, চালতা গাছসহ আরো অনেক রকমের শতাধিক গাছ কেটে ফেলে। জমি দখল করার লক্ষে নতুন গাছের চাড়া লাগিয়ে যায় তারা। যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।
একই গ্রামের অলি উদ্দিন বলেন, যারা আমির হোসেনের গাছ গুলো কেটেছে তারা সকলেই অন্য ওয়ার্ডের লোক। এই কাজটি খুবই নিন্দনীয়। এমন কাজ যারা করেছে আমরা এলাকাবাসী তাদের কঠোর বিচারের দাবি জানাই। আমির হোসেন বলে, দীর্ঘদিন যাবৎ আলী আশরাফ ও তাজুল ইসলামের সাথে আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ নিয়ে আদালতে মামলা চলছিলো। মামলার রায় আমার পক্ষেই এসেছে। আমার প্রতিপক্ষদের সাথে যেই যায়গা নিয়ে ঝামেলা চলছিলো সেখানে কিছু না করতে পেরে আমার পৈতৃক সম্পত্তি দখল নেয়ার পায়তারা করছে। তারা আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেছ। এখন আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। অভিযুক্ত আলী আশরাফের সাথে কথা বলতে চাইলে তার ছেলে ইমন বলেন, আমির হোসেনের অভিযোগ মিথ্যা, আমরা আমাদের জায়গা থেকে গাছ কেটেছি। সে কোর্ট থেকে কি রায় এনেছে সেটা তার বিষয়।
এবিষয়ে উপজেলা বনবিভাগের কর্মকর্তা আবদুল মতিন বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১১২টি গাছ কাটার আলামত পেয়েছি। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। কিছু বিষয়ে তদন্ত করে বাদীকে উপযুক্ত পরামর্শ প্রদান করবো। ​মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল হক বলেন, এ বিষয়ে দু’পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। জমি সংক্রান্ত বিরোধে কোর্টে মামলা চলছে। গাছ কাটার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট