প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১১:৫৬ এ.এম
পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে শতাধিক মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী আমির হোসেন।
রবিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের আরো জানান উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আলী আশরাফ ও তাজুল ইসলামের নেতৃত্বে প্রায় দুইশ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে শনিবার সকালে আমার বাগানের গাছ গুলো কেটে ফেলে। আমি ভয়ে ঘর থেকে বের হতে পারিনি। পরে ১১জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
প্রত্যক্ষদর্শী ইফতেখার ইবনে হেলাল বলেন, প্রায় দুইশ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে নানার বাগানের মূল্যবান অনেক গাছ কেটে ফেলে। সবার হাতেই দা-কুড়াল ও লাঠি-সোঁটা ছিলো। তারা মূহুর্তের মধ্যেই নানার বাগানে থাকা মেহগুনী, একাশী, আম, কাঠাল, চালতা গাছসহ আরো অনেক রকমের শতাধিক গাছ কেটে ফেলে। জমি দখল করার লক্ষে নতুন গাছের চাড়া লাগিয়ে যায় তারা। যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।
একই গ্রামের অলি উদ্দিন বলেন, যারা আমির হোসেনের গাছ গুলো কেটেছে তারা সকলেই অন্য ওয়ার্ডের লোক। এই কাজটি খুবই নিন্দনীয়। এমন কাজ যারা করেছে আমরা এলাকাবাসী তাদের কঠোর বিচারের দাবি জানাই। আমির হোসেন বলে, দীর্ঘদিন যাবৎ আলী আশরাফ ও তাজুল ইসলামের সাথে আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ নিয়ে আদালতে মামলা চলছিলো। মামলার রায় আমার পক্ষেই এসেছে। আমার প্রতিপক্ষদের সাথে যেই যায়গা নিয়ে ঝামেলা চলছিলো সেখানে কিছু না করতে পেরে আমার পৈতৃক সম্পত্তি দখল নেয়ার পায়তারা করছে। তারা আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেছ। এখন আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। অভিযুক্ত আলী আশরাফের সাথে কথা বলতে চাইলে তার ছেলে ইমন বলেন, আমির হোসেনের অভিযোগ মিথ্যা, আমরা আমাদের জায়গা থেকে গাছ কেটেছি। সে কোর্ট থেকে কি রায় এনেছে সেটা তার বিষয়।
এবিষয়ে উপজেলা বনবিভাগের কর্মকর্তা আবদুল মতিন বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১১২টি গাছ কাটার আলামত পেয়েছি। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। কিছু বিষয়ে তদন্ত করে বাদীকে উপযুক্ত পরামর্শ প্রদান করবো। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল হক বলেন, এ বিষয়ে দু'পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। জমি সংক্রান্ত বিরোধে কোর্টে মামলা চলছে। গাছ কাটার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত