জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসনিয়া জান্নাত হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলার বটতলী বাসস্ট্যান্ডে সানরাইজ মডেল স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন,ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহাবুব আলম,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, বড়তারা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান,শালবন রহমানীয়া মাদ্রাসার শিক্ষক শামীম ওসমান প্রমুখ।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বটতলী সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া জান্নাতের বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যা কান্ডের মূল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ জনগণ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।