1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ  ৩২ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনীসম্মাননা ২০২৫

কালাইয়ে কর্মকারপাড়া শাদীয় দুর্গোৎসবের আমেজ: প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

মো: মিশিকুল মন্ডল
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটে কালাই উপজেলায় কর্মকার পাড়ায় শাদীয় দুর্গোৎসবের আমেজ,প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
দেখতেই দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তাদের নিপুণ হাতে মাটি আর রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা ও তার সঙ্গী-সাথীদের প্রতিমা।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে এখন সাজ সাজ রব। বাঁশ, কাঠ আর মাটি দিয়ে তৈরি হচ্ছে পূজার মূল কাঠামো। এর মধ্যেই শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলছেন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং মহিষাসুরের প্রতিমা। তাদের হাতের ছোঁয়ায় যেন প্রাণ পাচ্ছে প্রতিটি অবয়ব।
কালাই উপজেলায় কর্মকারপাড়ায় শাদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি খিতেস কর্মকার এবং সাধারণ সম্পাদক বিটল কর্মকার জানান, এ বছরও উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন তারা। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। তারা আরও জানান, কমিটির পক্ষ থেকে পূজার সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও তারা সজাগ।
স্থানীয় কারিগররা জানান, প্রতি বছরই তারা এই সময়ে ব্যস্ত থাকেন। তাদের তৈরি প্রতিমা যখন মণ্ডপে স্থাপন করা হয় এবং ভক্তরা তা দেখে আনন্দ পান, তখন তাদের পরিশ্রম সার্থক মনে হয়।
আগামী দিনগুলোতে রং তুলির শেষ আঁচড় পড়বে প্রতিমাগুলোতে, আর এরপর শুরু হবে দেবীর আরাধনা। কালাইয়ের বাতাসে এখন শুধুই উৎসবের সুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট