জয়পুরহাটে কালাই উপজেলায় কর্মকার পাড়ায় শাদীয় দুর্গোৎসবের আমেজ,প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
দেখতেই দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তাদের নিপুণ হাতে মাটি আর রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা ও তার সঙ্গী-সাথীদের প্রতিমা।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে এখন সাজ সাজ রব। বাঁশ, কাঠ আর মাটি দিয়ে তৈরি হচ্ছে পূজার মূল কাঠামো। এর মধ্যেই শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলছেন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং মহিষাসুরের প্রতিমা। তাদের হাতের ছোঁয়ায় যেন প্রাণ পাচ্ছে প্রতিটি অবয়ব।
কালাই উপজেলায় কর্মকারপাড়ায় শাদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি খিতেস কর্মকার এবং সাধারণ সম্পাদক বিটল কর্মকার জানান, এ বছরও উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন তারা। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। তারা আরও জানান, কমিটির পক্ষ থেকে পূজার সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও তারা সজাগ।
স্থানীয় কারিগররা জানান, প্রতি বছরই তারা এই সময়ে ব্যস্ত থাকেন। তাদের তৈরি প্রতিমা যখন মণ্ডপে স্থাপন করা হয় এবং ভক্তরা তা দেখে আনন্দ পান, তখন তাদের পরিশ্রম সার্থক মনে হয়।
আগামী দিনগুলোতে রং তুলির শেষ আঁচড় পড়বে প্রতিমাগুলোতে, আর এরপর শুরু হবে দেবীর আরাধনা। কালাইয়ের বাতাসে এখন শুধুই উৎসবের সুর।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com