1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন! লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই ) কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে   দ্বিতীয় শ্রেণীর  শিশুর মৃত্যু বান্দরবানে বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা! শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের আনন্দবাজারে-৬০০ কেজি চাল জব্দ

শেখ সাদি সুমন, ব্রাহ্মণবাড়িয়া 
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আনন্দবাজার এলাকা থেকে,-৬০০ কেজি চাল জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২-বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতি বস্তায়-৫০ কেজি করে মোট-৬০০ কেজি চাল রয়েছে।

অভিযানের সময় জানা যায়,
ছানা খাঁ নামের এক ব্যক্তি এসব সরকারি চাল বাজারে বিক্রির উদ্দেশ্যে জেলা শহরের আনন্দবাজারে নিয়ে আসলে।
খবর পেয়ে ইউএনও দ্রুত এসে চালগুলো জব্দ করেন।

এসময় ছানা খাঁ বলেন,আমি সাধারণ মানুষ থেকে চাউল গুলো ক্রয় করেছি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া সাংবাদিকদের জানায়,সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।

সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা থেকে কোনোভাবেই কেউ বঞ্চিত করতে না পারে। সেজন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জব্দকৃত চাল সরকারি গুদামে জমা দেওয়া হবে।

এবিষয়ে মাছিহাতা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আবু সায়েদ খন্দকার কে ফোন করলে। উনি জানায় চাল গুলো উনার ছেলে এবং কাছাইট পূর্ব পাড়া -৫ নং ওয়ার্ডের ধনু মেম্বার সহ চাল গুলো বিলি করে থাকেন। তবে চাল বিক্রি করার কথা সাংবাদিকদের কাছে অস্বীকার করেন। সেই সাথে এই কথাও বলেন আমি মাছিহাতা ইউনিয়নের বিএনপির দায়িত্ব পাবার পর থেকে কিছু অসাধু ব্যাক্তি আমার পেছনে গোপনে শক্রুতা করে বেড়াচ্ছে।

এবিষয়ে জানতে কাছাইট পূর্ব পাড়া -৫ নং ওয়ার্ড মেম্বার ধনু কে ফোন করলে ধনু মেম্বার থানায় আছেন বলে ফোন কেটে দেয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়। ধনু মেম্বারের সহযোগিতায় চাউল গুলো বিলি করে থাকেন। তবে ঠিক মতো বিলি করা হচ্ছেনা বলে অভিযোগ করেন।

যারা প্রকৃত পক্ষে চাল পাবার কথা তাদের কেউ কেউ চাউল পাচ্ছেনা বলে ও অভিযোগ রয়েছে।

সাধারণ মানুষের প্রাপ্য অধিকার থেকে কেউ যেনো বঞ্চিত না হয়। সেজন্য নিয়মিত নজরদারি সহ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জব্দকৃত চাল সরকারি গুদামে জমা দেওয়া হবে।

এবিষয়ে স্থানীয়রা জানায়,অনেক সময় সরকারি চাল অসহায় মানুষের কাছে না পৌঁছে সুজা বাজারে চলে যায়।

এতে প্রকৃত অর্থে অসহায় ব্যাক্তিরা তাদের নেজ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমন ঘটনায় প্রশাসনের তৎপরতা বাড়ালে এ ধরনের অনিয়ম রোধ সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। এবং সাংবাদিকদের ও ধন্যবাদ জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট