ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আনন্দবাজার এলাকা থেকে,-৬০০ কেজি চাল জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২-বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতি বস্তায়-৫০ কেজি করে মোট-৬০০ কেজি চাল রয়েছে।
অভিযানের সময় জানা যায়,
ছানা খাঁ নামের এক ব্যক্তি এসব সরকারি চাল বাজারে বিক্রির উদ্দেশ্যে জেলা শহরের আনন্দবাজারে নিয়ে আসলে।
খবর পেয়ে ইউএনও দ্রুত এসে চালগুলো জব্দ করেন।
এসময় ছানা খাঁ বলেন,আমি সাধারণ মানুষ থেকে চাউল গুলো ক্রয় করেছি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া সাংবাদিকদের জানায়,সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা থেকে কোনোভাবেই কেউ বঞ্চিত করতে না পারে। সেজন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জব্দকৃত চাল সরকারি গুদামে জমা দেওয়া হবে।
এবিষয়ে মাছিহাতা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আবু সায়েদ খন্দকার কে ফোন করলে। উনি জানায় চাল গুলো উনার ছেলে এবং কাছাইট পূর্ব পাড়া -৫ নং ওয়ার্ডের ধনু মেম্বার সহ চাল গুলো বিলি করে থাকেন। তবে চাল বিক্রি করার কথা সাংবাদিকদের কাছে অস্বীকার করেন। সেই সাথে এই কথাও বলেন আমি মাছিহাতা ইউনিয়নের বিএনপির দায়িত্ব পাবার পর থেকে কিছু অসাধু ব্যাক্তি আমার পেছনে গোপনে শক্রুতা করে বেড়াচ্ছে।
এবিষয়ে জানতে কাছাইট পূর্ব পাড়া -৫ নং ওয়ার্ড মেম্বার ধনু কে ফোন করলে ধনু মেম্বার থানায় আছেন বলে ফোন কেটে দেয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়। ধনু মেম্বারের সহযোগিতায় চাউল গুলো বিলি করে থাকেন। তবে ঠিক মতো বিলি করা হচ্ছেনা বলে অভিযোগ করেন।
যারা প্রকৃত পক্ষে চাল পাবার কথা তাদের কেউ কেউ চাউল পাচ্ছেনা বলে ও অভিযোগ রয়েছে।
সাধারণ মানুষের প্রাপ্য অধিকার থেকে কেউ যেনো বঞ্চিত না হয়। সেজন্য নিয়মিত নজরদারি সহ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জব্দকৃত চাল সরকারি গুদামে জমা দেওয়া হবে।
এবিষয়ে স্থানীয়রা জানায়,অনেক সময় সরকারি চাল অসহায় মানুষের কাছে না পৌঁছে সুজা বাজারে চলে যায়।
এতে প্রকৃত অর্থে অসহায় ব্যাক্তিরা তাদের নেজ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমন ঘটনায় প্রশাসনের তৎপরতা বাড়ালে এ ধরনের অনিয়ম রোধ সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। এবং সাংবাদিকদের ও ধন্যবাদ জানায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com