1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে : মুহাম্মদ আফাজ উদ্দিন ২ কেজি গাঁজাসহ টাঙ্গাইলের দুই যুবক গ্রেফতার, আমি আওয়ামীলীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না :: কাদের সিদ্দিকী নির্বাচন বানচালের জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত: কে এম মামুনুর রশিদ জয়পুরহাটে সাবেক এমপি গোলাম মোস্তফার বিশাল জনসভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক টাঙ্গাইলের করটিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেলান্দহে চোরকে গাছে বেধে পিটিয়ে হত্যা

কালাই ডায়াবেটিক সমিতির উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: মিশিকুল মন্ডল
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলা, ডায়াবেটিক সমিতির আয়োজনে (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাডে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে কালাই ডায়াবেটিক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কালাই ডায়াবেটিক সমিতির সেক্রেটারি (সাধারণ সম্পাদক) জনাব আবুল খায়ের গোলাম মাওলা। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন অত্র কালাই ডায়াবেটিক সমিতির সদস্য অধ্যক্ষ শাহাজান আলী, রায়হান উদ্দিন (প্রধান শিক্ষক) আব্দুল মতিন( প্রধান শিক্ষক) সাইফুল ইসলাম বকুল (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মাহতাব উদ্দিন , (সাবেক প্রধান শিক্ষক) আলহাজ্ব আব্দুল মান্নান (সাবেক প্রধান শিক্ষক)আব্দুল হাকিম মাস্টার ও তফিকুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম টুকু চৌধুরী, , আনিসুর রহমান তালুকদার, সাজাদুর রহমান তালুকদার সোহেল,, এরশাদুল বারী তপন(ব্যবসায়ী) ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান।

এই সভার মূল উদ্দেশ্য ছিল ডায়াবেটিক রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করা। বক্তারা রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আক্রান্ত রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
​মূলত, এই সভাটি সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করতে এবং তাদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মতবিনিময় সভায় ডায়াবেটিক সমিতির স্থায়ী জায়গায় সমিতি নির্মাণ করার ব্যাপারে, সমিতিতে নতুন সদস্য ভর্তি হওয়ার বিষয়ে এছাড়াও উন্নয়ন করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় । এ সময় কালাই ডায়াবেটিক সমিতির সদস্যগণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় জনাব শামীমা আক্তার জাহান বলেন ডায়াবেটিক সমিতির উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে এ কথা ব্যক্ত করিয়ে তিনি মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট