1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তুহিন: তরুণদের ভরসা নীলফামার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নীলফামারী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ গ্রেফতার গলাচিপায় দীর্ঘ প্রতীক্ষার অবসান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যোগদানে বিচার ব্যবস্থায় নতুন গতি গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলীকদম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর বদলি যনিত বিদায় শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত সারে ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক কালাইয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ রিলিজের পরই সাড়া ফেলেছে ‘যোগফলে হয় ভুল’, প্রশংসিত নির্মাতা জয় রাফি চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

জুলাই জাতীয় সনদ–২০২৫-পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ বিষয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে তিন দলের মতবিনিময়

মোঃ ইউছুফ ভূঁইয়া,
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জুলাই জাতীয় সনদ–২০২৫-এর আইনগত ভিত্তি, সংস্কার, বিচার, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ বিষয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে তিন দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে তিনটি দলের— জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দেশ ও দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি) ও মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল।

জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জনাব আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, জনাব মো. হাসমত উল্লাহ, গণসংযোগ সমন্বয়ক জনাব মো. নজরুল ইসলাম বাবলু, এনডিপির চেয়ারম্যান কে. এম. আবু তাহের, মহাসচিব এইচ. এম. আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাবেদ, প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন ও জনাব শাহ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহীম হাওলাদার, প্রচার ও দপ্তর সম্পাদক জনাব ইকবাল হোসেন জনি, নির্বাহী সদস্য জনাব জাকির হোসেন ও জনাব মোফাজ্জল হোসেন, কুষ্টিয়া জেলা সভাপতি জনাব আতিকুল ইসলাম কবির ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন, এবং বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান জনাব মুজাম্মেল সিরাজী, উপদেষ্টা আলহাজ হারুন অর রশিদ খান, মুখ্য সংগঠক জনাব মতিউর রহমান ও পর্যটন বিষয়ক সম্পাদক জনাব হুমায়েদ আবির সভায় উপস্থিত ছিলেন।

এ মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত গতানুগতিক রোডম্যাপ, সংস্কার, বিচার কার্যক্রম এবং জুলাই জাতীয় সনদ–২০২৫-এর আইনগত ভিত্তি প্রদান— এসব বিষয় আলোচিত হয়। এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি অতন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট