বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এর সমর্থনে চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাঁপালিয়াপাড়া গ্রামের নির্বাচনী প্রস্তুতি সমা বেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ শে আগষ্ট রাতে
চাঁপালিয়াপাড়া জামায়াতের গ্রাম কমিটির সভাপতি সাবেক ইউপি মেম্বার হাফিজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর নির্বাচনী কেন্দ্রের সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শুরা সদস্য আইয়ুব আলী ফরায়েজি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মতিঝিল থানার ব্যবসায়ী বিভাগের সভাপতি আ. ন. ম. মেশকাত উদ্দিন সেলিম, গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি। এ সময় উপস্থিত ছিলেন গুনবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হুদা মানিক, গুনবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, জামায়াত নেতা মো সাদেক, কুমিল্লা মহানগরের ১৪ নং ওয়ার্ড আমির রফিকুল ইসলাম মিয়াজী, সাবেক ছাএ নেতা মোঃ কামরুল ফারুক, নুর হোসেন, কফিলউদ্দিন, আকতার হোসেন,আবুল হোসেন ও সাবেক মেম্বার আবুল কালাম, আহম্মেদ হাসান হেলালসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।