1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
আটোয়ারিতে প্রাইমারি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠিত হাইকোর্টের রায় অবজ্ঞা করে রংপুরে শিক্ষক নিয়োগে চাঞ্চল্যকর অনিয়ম! গোবিন্দগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক গলাচিপার সরকারি আশ্রয়কেন্দ্র এখন গরু-ছাগলের খামারঘর ব্রাহ্মণবাড়ীয়ায় সিএনজির ধর্মঘট প্রত্যাহার। বোদায় ওয়ার্ডবয়কে দিয়ে অপারেশন, ক্লিনিক মালিক আটক রূপগঞ্জে বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ ঘোড়াঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান গোবিন্দগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কালিহাতীতে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন

কালিহাতীতে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন

শাহ আলম, কালিহাতী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। শরিফুল ইসলাম শরিফ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এলেঙ্গা সরকারী শামসুল হক ডিগ্রী কলেজ মোড়ে শতাধিক মানুষ ব্যানার হাতে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল: সন্ত্রাসী, চাঁদাবাজ কর্তৃক ইউটিউবার সাংবাদিক শরিফুলসহ একাধিক ব্যাক্তি মিথ্যা সংবাদ প্রচার প্রচারণা বন্ধ সহ তাদেরকে সাংবাদিকতা থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

এসময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আল-আমীন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক টাঙ্গাইল জেলা সমন্বয়ক মেহেদী হাসান, মনিরুজ্জামান মনির সমন্বয়ক এলেঙ্গা শাখা, কবির হোসেন সদস্য সচিব সমন্বয়ক টাঙ্গাইল জেলা শাখা, কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য হাবিব মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মাছুদ রানা। আরোও উপস্থিত ছিলেন, যুবদল নেতা, মনির, সোহেল, রাসেল, মাছুদ, মান্নান, মানিক, ইমন, পিয়াল, আবির, আকাশ, সেন্টু মিয়া, হারুন, সাইফুল

মানববন্ধনে বক্তারা বলেন, শরিফুল তার বাহামভুক্ত সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করছে। তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে অশান্তি সৃষ্টি করছে।

তারা আরও দাবি করেন, যারা সংবাদকে পণ্য বানিয়ে মানুষের সম্মান নষ্ট করে, তারা সাংবাদিক নয়, তারা সমাজের জন্য হুমকি। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও যুব সমাজ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনের আয়োজক কমিটি জানিয়েছে, এ প্রতিবাদ শুধু শুরু। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট