1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে শিশু নির্যাতনকারী, ডাকাত ও কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্মের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক দুই বোয়ালখালীতে সেনাবাহিনীর দুর্ধর্ষ অভিযান অস্ত্র-ইয়াবাসহ তিন সন্ত্রাসী আটক, স্থানীয়দের মাঝে স্বস্তি! তিস্তার উপর মওলানা ভাসানী সেতুর উদ্বোধন: দুই জেলায় উন্নয়নের নতুন দিগন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বিন্যাসের পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ গোবিন্দগঞ্জে সরদার হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক /মা সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে রাস্তায় ঘর নির্মাণ করায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা পলাশবাড়ীর দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শতায়ু অঙ্গনের শরীর চর্চার প্রাণপুরুষ: বাটালি হিলের ভোরবেলার মাধুর্যে এক জাহিদের গল্প

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

এই দৃশ্য কোনও মার্শাল আর্ট কিংবা কেরাটের প্রশিক্ষণ নয়। এটি এক উজ্জ্বল সকালের শরীরচর্চার অভ্যুদয়, যেখানে মানুষগুলো তাদের দিন শুরু করে প্রাণভরে নিঃশ্বাস নিয়ে, পেশি প্রসারিত করে, এবং অন্তরের হাসি ছড়িয়ে দেয় চারপাশে। ছবিটি চট্টগ্রামের বাটালি হিলের উঁচুতে অবস্থিত ‘শতায়ু অঙ্গন’-এর। এখানে প্রতিদিন সূর্যোদয়ের আগে থেকেই শুরু হয় জীবনের সঙ্গে এক নতুন আত্মিক চুক্তি—সুস্থ থাকার, সজীব থাকার, এবং মানসিক প্রশান্তির পথে এগিয়ে চলার। আর এই প্রাতর্ভ্রমণ ও ব্যায়ামের যাত্রাপথের কান্ডারী হলেন আমাদের প্রিয় ডা. জাহিদ ভাই। ডা. জাহিদের পরিচয় শুধুমাত্র একজন চিকিৎসক হিসেবে নয়; তিনি হচ্ছেন এক অনন্য প্রেরণার উৎস। তার বাড়ি ফরিদপুরে হলেও, আজ প্রায় এক দশক ধরে তিনি চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র বাটালি হিলের এই ব্যায়ামচর্চার উদ্যোক্তা, প্রশিক্ষক ও অভিভাবকের ভূমিকা পালন করে চলেছেন। ফজরের নামাজ শেষে যখন শহর ঘুমিয়ে থাকে, তখন তিনি বেটার গলি থেকে হেঁটে চলে আসেন শতায়ু অঙ্গনের মাঠে, যেন প্রকৃতির কোলে শরীরচর্চার পবিত্র আসরে সবার আগে হাজির হন। তার ব্যায়ামের ধারা কখনো একঘেয়ে নয়। হাসি, গল্প, ঠাট্টা আর বন্ধুত্বের মাঝে মিশে থাকে ৫০ মিনিটের প্রাণবন্ত শরীরচর্চা। একঘেয়েমি কিংবা ক্লান্তি—এই শব্দগুলো যেন তার ক্লাসে প্রবেশই করতে পারে না। এমন প্রাণবন্ত প্রশিক্ষণ শুধু একজন চিকিৎসকের কাছ থেকেই সম্ভব, যিনি শরীরকে যেমন চেনেন, তেমনি বোঝেন মনের ভাষাও।
জাহিদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা ও মানবিকতার মেলবন্ধন। তার মুখে সদা হাসি, চোখে মায়ার ঝিলিক, আচরণে শিষ্টতা আর কথাবার্তায় এক সহজ অথচ গভীর হৃদয়গ্রাহী সুর। আমাদের মধ্যে অনেকেই প্রথমে চিকিৎসকের পরামর্শে শরীরচর্চা শুরু করলেও পরে তা পরিণত হয়েছে অভ্যাসে, একরকম নেশায়। জাহিদের হাত ধরে সেই নেশা হয়ে উঠেছে নির্ভরতার, আত্মবিশ্বাসের, এবং ভালো থাকার এক মহৌষধ।
আজ যখন শহরের প্রতিটি কোণেই জিমের নামে অর্থবাণিজ্য চলে, তখন জাহিদের এই নিঃস্বার্থ সেবামূলক প্রশিক্ষণ আমাদের চোখে এনে দেয় এক ধরনের কৃতজ্ঞতার অশ্রু। হয়তো আমরা তাকে খুব সহজেই প্রতিদিনের একজন হিসেবে দেখে থাকি, কিন্তু একদিন তার শূন্যতাই আমাদের বুঝিয়ে দেবে—কতখানি প্রিয় তিনি, কতখানি অপরিহার্য।
শতায়ু অঙ্গনের পক্ষ থেকে এমন একজন মানুষকে প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে এক দূরদর্শী সিদ্ধান্ত। এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই সংগঠনের প্রাণপুরুষ সভাপতি জাকির উল্লাহ ভাইকে—যিনি নিজেও এক মনেপ্রাণে নিবেদিত মানুষ, সংগঠনের একজন প্রকৃত অভিভাবক। শরীরের সুস্থতা চাইলে, মনকে প্রশান্ত রাখতে চাইলে, এবং দিনের সূচনাকে করতে চাইলে মহিমান্বিত—তাহলে আমাদের সবারই উচিত জাহিদের ব্যায়ামচক্রে অংশ নেওয়া। এমন একজন মানুষকে পেয়েও যদি আমরা তাকে যথাযথভাবে মূল্যায়ন না করি, তবে সেটি হবে আমাদের ব্যর্থতা।
ডা. জাহিদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে বলতেই হয়—আপনার এই নিঃস্বার্থ সেবা, প্রাণবন্ত উপস্থিতি আর মমতাময় প্রশিক্ষণ আমাদের জীবনে আশীর্বাদের মতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট