1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা  দিবস উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র‍্যালি 

অলিয়ার রহমান,কেশবপুর
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টা থেকে এই বর্নাট্য র‍্যালি আয়োজন করেন।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলার নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম,  কেশবপুর উপজেলার সহকারী সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম,সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, পেশাজীবি বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হায় সিদ্দিক সহ ইউনিয়ন আমীর ও সভাপতি সেক্রেটারি কর্মীরা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সামাদ বলেন,
১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। তিনি বলেন, ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায়, বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি।
আমরা মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে—যাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমরা আরও স্মরণ করছি, জুলাইয়ে গণ-আন্দোলনের সব শহীদদের এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের। আমরা সব শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
আলোচনা শেষে বর্নাট্য র‍্যালিটি  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার প্রধান কার্যালয় ( হাবিবগঞ্জ মসজিদের ময়দান)  থেকে শহরের মেইন মেইন রোড গুলোতে র‍্যালি দেন পরিশেষে  গাজীর মোড়ে এসে শেষ করেন। বর্নাট্য র‍্যালিটি কেশবপুর উপজেলার সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলামের  দোয়ার  মাধ্যমে শেষ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট