কবিতা
“আর না”
—কামরুল হাসান সোহাগ
না আর না, এ অন্যায় সহ্য হয়না
না আর না, এ নীরবতা চলবে না,
ভাঙব সব দেয়াল, গড়ে তুলব নতুন বাণী,
আলো জ্বালব পথে, কণ্ঠ তুলব একসাথে।
ধর্ষণ না,না আর না,না আর না..
ছোট্ট মামনিটা, ছড়িয়ে দুটি পা,
উঠোনে বসে করছে পুতুল খেলা।
দুস্বপ্নে ভেসে ওঠে সাদা ফুলের কড়ি,
নিয়তি যাদের করেছে নিস্পাপ কলি।
আছিয়া তুমি সকলের মা,
লজ্জিত জাতি আমরা
ক্ষমা করো মা
তোমার জন্য প্রতিবাদ করছে সবাই
আছিয়ার খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই
ব্যর্থ মোরা এই পৃথিবীতে,
পারিনি তোমায় ধরে রাখতে
চাই না মোরা আর একটি কুঁড়ি,
হোক তছনছ, আর নিপীড়ন।
চাই চিরতরে অবসান,
নরাধম যত,হও সাবধান,
বন্ধ কর লোলুপ দৃষ্টি
জনগন দেবে তোদের ফাঁসি।