1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে রোজাদারদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল

মোহাম্মদ সোলাইমান
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

হাটহাজারীতে সম্মানিত রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ)। আজ রোববার (১৬ মার্চ) হাটহাজারী উপজেলার মির্জাপুরে কর্ণেল দিদারের নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম জিয়াউল হক চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিদ্যুত ও জ্বালানী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, প্রফেসর ড. মাইমুল আহসান খাঁন, হাটহাজারী ইঞ্জিনিয়ার্স ফোরামের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল্লাহ সবুজ, হাটহাজারী উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ওজাইর আহম্মদ হামিদী, গণ অধিকার পরিষদের আহবায়ক মো. শোয়াইব, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন, হাটহাজারী উপজেলার নেতা জয়নুল আবেদীন, মোঃ রিদুয়ান, মোঃ আজিম, মোঃ মাসুদ, ফাহিম প্রমূখ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. মঞ্জুর এলাহী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন আল সাহাবা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন ইমামী।

এই সময় বক্তারা বলেন, আমরা একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বুকে প্রোথিত ফ্যাসিবাদের জড় উপড়ে ফেলতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতা, মানবাধিকার, এবং ন্যায়বিচারের ওপর বারবার আঘাত এনেছে। কিন্তু এই দেশের জনগণ কখনো মাথা নত করেনি। বরং বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে, বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে পরাজিত হয় না আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে—বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ পুর্নবাসনের সুযোগ না পায়। আমাদের সমাজ, রাষ্ট্র, এবং রাজনীতির প্রতিটি স্তরে এই অঙ্গীকার দৃঢ় করতে হবে।

এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক কাজ। ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই দেশ হবে সমঅধিকার, মানবিক মর্যাদা, এবং সামাজিক ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত একটি কল্যাণরাষ্ট্র।

আমরা চাই, এই বাংলাদেশের প্রতিটি নাগরিক শান্তি, স্বাধীনতা, এবং মর্যাদার জীবন লাভ করুক। যেন নতুন প্রজন্ম একটি মুক্ত, নিরাপদ, এবং উন্নত বাংলাদেশ পায়। এই পথে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের ঐক্য অটুট থাকতে হবে।

আমরা বিশ্বাস করি, যে শক্তি ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছে, সেই শক্তি এই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতেও সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট