1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা! বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে উত্তাল জনসভার দাবি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন! আইজিপি ব্যাজে ভূষিত পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ: নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক পুলিশের উজ্জ্বল প্রতীক! চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনকে আইজিপি ব্যাজ: নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনগণের আস্থার প্রতীক! কোতোয়ালি থানায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা বালুকাবেলার আত্মঘোষণা: যেখানে সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের কবিতা চট্টগ্রামের সাংবাদিকদের ঐক্য উৎসব পারকি সৈকতে গড়লো অভূতপূর্ব দৃষ্টান্ত

স্নেহের বদলে শিকল: সৎ মায়ের নিষ্ঠুরতায় বন্দি শৈশব

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

নির্দোষ একটি শিশুকে এভাবে বেঁধে রাখার দৃশ্য মানবতার প্রতি এক তীব্র আঘাত। সমাজ কি এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছে যে, নিজের ঘরের মানুষকেও এইভাবে বন্দি করতে পারে? যে চাহনিতে মমতা আর আশ্রয়ের আকুতি ফুটে ওঠা উচিত ছিল, সেই চাহনিতে আজ ভয় আর অবমাননার ছাপ। আমাদের কি উচিত নয়, এ ধরনের নৃশংসতাকে প্রতিহত করা? কিসের অপরাধে এই ছোট্ট মেয়েটি এমন শাস্তি পেল? একটি শিশু শুধু তার সুরক্ষার দাবি করে, ভালোবাসার দাবি করে। এই নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা কি পারি না, এই শিশুদের জন্য এমন এক সমাজ গড়ে তুলতে, যেখানে তারা নিরাপদ এবং স্নেহের মাঝে বড় হতে পারে? এ লেখা প্রতিটি হৃদয়কে নাড়া দিক, যেন এমন দৃশ্য আর দেখতে না হয়। আপনার লেখার মাধ্যমে সমাজের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। শতকের পর শতক ধরে সত মায়ের প্রতি অবিচার আর সহিংসতার গল্প আমরা শুনে আসছি। কিন্তু এই গল্পগুলো শুধু কি পুরাণের বা রূপকথার অংশ? নাকি আজও সমাজের কোনো না কোনো কোণে এগুলো আমাদের সামনে ঘটে চলেছে? এই ছবিটি যেন তারই এক বেদনাবিধুর প্রমাণ। এক নিষ্পাপ শিশুকে নিজের ঘরের মধ্যেই শৃঙ্খলে বাঁধা। যে মায়া, স্নেহ আর নিরাপত্তার জায়গা হওয়ার কথা ছিল, সেই ঘরই তার জন্য পরিণত হয়েছে নির্যাতনের কারাগারে। এই নিষ্ঠুর চিত্রটি আমাদের মনে প্রশ্ন তোলে—এক সত মায়ের এতটুকু হৃদয়ও নেই যে, একটি শিশুর প্রতি মানবিক হতে পারে?
আমরা কি কখনো ভেবে দেখেছি, একটি শিশুর ওপর এমন আচরণের প্রভাব কতটা গভীর হতে পারে? তার ছোট্ট হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়, তা কি সহজে ভোলে? এই ধরনের অমানবিক আচরণ শুধু একজন শিশুর জীবন ধ্বংস করে না, আমাদের সমাজের মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে। সত মায়েরা সবসময় এমন নয়, অনেকেই মা শব্দটির প্রকৃত অর্থ তুলে ধরেন। কিন্তু এ ধরনের ঘটনার জন্য তাদের নামের ওপর যে কলঙ্ক লাগে, তা কি সহজে মুছে যায়?
সমাজের প্রতিটি মানুষকে এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রতিটি শিশুর অধিকার আছে ভালোবাসা আর স্নেহ পাওয়ার। এ লজ্জা আমাদের, এ অপরাধও আমাদের। তাই আসুন, এমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট