1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাকসাম–মনোহরগঞ্জের ইতিহাসে প্রথম এনআরবি সিআইপি রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ১১ মনোনয়ন নিলেন কামরুল হুদা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিব গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীন ব্যাংকের কার্যালয়ে নাশকতার চেষ্টা,৪ টি ককটেল উদ্ধার দৌলতপুরে মহান বিজয়  দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে       জব্দ রুশ সম্পদ নিয়ে সিদ্ধান্ত না হলে কিয়েভের সমস্যা হবে : জেলেনস্কি লাথাম-কনওয়ের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিন নিউজিল্যান্ডের মার্কিন অবরোধের মুখে ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকট বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল : এ জেড এম জাহিদ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ।

নোয়াখালীতে জমি রক্ষায় প্রাণ গেল ইউনুছ আলীর” সাথে আহত ৩,

মোহাম্মদ ইব্রাহিমঃ
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

জমি দখল আর চাঁদা দাবির জেরে চরফকিরার দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে প্রাণ দিতে হলো ইউনুছ আলীকে। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু যেন স্থানীয় শান্তিপূর্ণ জীবনে এক ভয়ংকর আঘাত। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী এরশাদ চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রইছল হকের ছেলে। আহতরা হলেন—ইউনুছ আলীর ছোট ভাই জহির (৩৫), ফরহাদ (২৪) এবং নিজাম (২৬)।
নিহতের ভাই সামছুদ্দিন জানান, স্থানীয় নেজাম, তারেক, সুজন, ওবায়েদ ও নুরনবী রিমনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল নিহতের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা জমি দখল করতে গেলে ইউনুছ আলী বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা ছুরিকাঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
ইউনুছ আলীকে বাঁচাতে তার ভাই জহির, ফরহাদ ও নিজাম এগিয়ে গেলে তাদেরও সন্ত্রাসীরা আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ইউনুছ আলীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট