“বাংলাদেশের সাংবাদিকদের এক সময় স্বাধীনভাবে লেখার অধিকার ছিল না। তবে আজ তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে ‘বাংলাদেশের খবর’ দেশের মানুষের আস্থা অর্জন করেছে,”—এমন অভিমত ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো সত্যিকারের সমালোচনা থাকে, তাহলে আমি তা মেনে নিতে প্রস্তুত।” বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি)-এ চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান আ ন ম সানাউল্লাহ’র সভাপতিত্বে জাতীয় পত্রিকা “বাংলাদেশের খবর”-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠক সমাবেশ, সুধী সমাবেশ, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা “বাংলাদেশের খবর” পত্রিকার নির্ভীক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। তারা বলেন, “বাংলাদেশের খবর” মানুষের কল্যাণে সাংবাদিকতা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের বস্তুনিষ্ঠ কাজ অব্যাহত থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন, পত্রিকাটি নিরপেক্ষতার সাথে সত্যকে তুলে ধরার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে সচেষ্ট থেকেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামি আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও যুগ্ম সম্পাদক -দৈনিক ভোরের আওয়াজ এবং The Daily banner, গবেষক টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিন, নগর জামাত ইসলামির সম্পাদক আহমদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ ওয়ায়েজ, ইঞ্জিনিয়ার জাবেদ আফসার, মা ও শিশু হাসপাতালের তোফাজ্জল হোসেন ভূঁইয়া রবি, এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন দপ্তর সম্পাদক ভদন্ত করুণা নন্দ থের।দোয়া পরিচালনা করেন আলহাজ্ব শাহসূফী সৈয়দ মে’ রাজুল আলম শাহ্ আমিরী (ম.), এবং সঞ্চালনা করেন মাহবুব সাগর ও এ আর বাবলু। “বাংলাদেশের খবর” দেশের গণমাধ্যমে একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে, যেখানে সমাজের অসঙ্গতিগুলো প্রকাশ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিবেদিত রয়েছে।