বিগত ৫ ই আগষ্ট ছাত্র জনতার গণআন্দোলনে বিগত সরকার পালানোর প্রাক্কালে ফেনী জেলার ৩ টি থানায় উত্তেজিত জনতার মধ্যে থাকা কিছু দুষ্কৃতকারী থানা হাজতে ভাংচুর, অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় যার মধ্যে ফেনী সদর থানা হতে ২ টি পিস্তল, ৫ টি ম্যাগাজিন, ৪৪ রাউন্ড গুলি, ৪০ রাউন্ড কার্তুজ ছিল। ফেনী সদর থানার তদন্ত কারী কর্মকর্তা এস আই আনোয়ার জানান বিগত ২ মাসে অভিযান চালিয়ে ১ টি পিস্তল ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করা গেলেও এখনো ১ টি পিস্তল, ২৮ রাউন্ড গুলি, ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা যায়নি।
অন্যদিকে দাগনভূঞা থানার তদন্তকারী কর্মকর্তা জানান ৫ টি পিস্তলের মধ্যে ৩ টি পিস্তল উদ্বার করা গেলেও ২ টি পিস্তল এখনো মিসিং রয়েছে।
ছাগলনাইয়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মাইন জানান সেদিন তাদের মোট ১৫ টি অস্ত্র লুট হয়েছিল যার মধ্যে ছিল চায়না রাইফেল ২ টি, শর্টগান ৭ টি, ৭.৬২ পিস্তল ৫টি, ৮ টি ম্যাগজিন ২৮ রাউন্ড গুলি সহ ১ টি পাবলিক রিভলবার, রাবার বুলেট ১৩৫ পিস, কার্তুজ ২০৫ পিস, চায়না রাইফেল এর গুলি ৯৮ রাউন্ড, পিস্তলের গুলি ৪১ রাউন্ড যার মধ্যে উদ্বার হয়েছে ২ টি চায়না রাইফেল, ৫ টি শর্টগান ও ৫টি পিস্তল, বাকী অস্ত্র গুলো উদ্বারে অভিযান চলমান আছে শিগ্রই লুট হওয়া বাকী অস্ত্র গুলো উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেন ৩টি থানার তদন্তকারী কর্মকর্তারা।