
পঞ্চগড়ের বোদায় চাষের জমি দেখাতে গিয়ে ট্রাক্টরের হালের ভিতরে পড়ে অন্তর চন্দ্র বর্মন (১৩) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছিন্নভিন্ন হয়ে যাওয়া শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি টের পেয়ে ট্রাক্টর নিয়ে পালিয়ে যান চালক।
রবিবার (১৮ জানুয়ারী) বিকালে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ভোটাপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু অন্তর ওই এলাকার খিরেন্দ্র নাথ বর্মন এর পুত্র। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
শিশুটির পরিবার ও এলাকাবাসীর কাছে জানা যায়, বাড়ির পাশের জমিতে হালচাষ করার জন্য জমি দেখিয়ে দিতে গিয়েছিল শশুটি। পড়ে ট্রাক্টরের ওপরে বসে থাকাকালীন ট্রাক্টর ঘোরানোর সময় পড়ে গিয়ে ট্রাক্টরের হালের ভেতর ঢুকে ঘটনাস্থলেই মারা যায় সে। বিষয়টি টের পেয়ে চালক ট্রাক্টর নিয়ে পালান। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন শিশুটির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কীভাবে সে হালের ভেতর ঢুকে গেছে, কেউই বলতে পারছেন না। চালকের অজান্তে শিশুটি হালের ওপরে উঠে পিছলে পড়ে ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।
বোদা থানার ওসি সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি চাষ দেওয়ার সময় ট্রাক্টরের উপরে থাকা শিশুটি ট্রাক্টর থেকে হালের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।