
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে দোয়া, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কালিহাতী পৌর জামায়াতে ইসলামের নির্বাচন অফিস কক্ষে সুশৃঙ্খলভাবে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকাবাসী, মসজিদের ইমাম, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী পৌর জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা বাকি বিল্লাহ। সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং পরে খালেদা জিয়ার জীবনের কর্ম ও দেশের প্রতি তাঁর ভূমিকা তুলে ধরে স্মৃতিচারণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সহদেবপুর ইউনিয়নের সেক্রেটারি সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এম এম হেলাল বাদশা, স্থানীয় জামায়াতে ইসলামের কর্মী ইউনুস তালুকদার ও মোহাম্মদ জলিল শিকদার , বাংড়া ইউনিয়ন জামায়াতে ইসলাম এর সেক্রেটারি
শরিফুল ইসলাম শিপু । তাঁরা বলেন, রাজনীতিতে শিষ্টাচার, মানবিকতা ও সহনশীলতা ফিরিয়ে আনতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা নায়েবে আমির এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুর রাজ্জাক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস টাঙ্গাইল জেলার সহসভাপতি মাওলানা আবদুর রহমান মাদানী।
প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ এমন এক রাষ্ট্র হতে হবে, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না। ইসলামের নীতি ও গণতান্ত্রিক চর্চা একসঙ্গে ধারণ করলেই শান্তির সমাজ গড়া সম্ভব। আমরা সবাই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি—আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
প্রধান আলোচক বলেন, “রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা নয়—মানুষের কল্যাণ নিশ্চিত করা। আমাদের নৈতিকতা, সততা ও আল্লাহভীতি নিয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্য সৃষ্টি করা সময়ের দাবি। পরে উপস্থিত সবাই খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
শেষে সংগঠনের নেতারা নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি ও সামাজিক কর্মকাণ্ডে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজন করে কালিহাতী পৌর জামায়াতে ইসলামী।