1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে : ডেনমার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল চকরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই জনকে ২ লক্ষ টাকা অর্থদন্ড মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত লার্নিং শেয়ারিং সভা শ্রীবরদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

১৫০ জন এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

শাকিল আহমেদ জামালপুর
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে জামালপুরে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এই বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে এই ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে একটি শিশুর জীবন, পরিবার এবং সমাজের ভবিষ্যৎ বদলে যেতে পারে। দোস্ত এইডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

সভাপতির বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড বিশ্বাস করে শিক্ষা হলো টেকসই উন্নয়নের সবচেয়ে শক্ত ভিত্তি। আর্থিক সংকটের কারণে যেন কোনো এতিম শিক্ষার্থী ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর পরিসর আরও সম্প্রসারণ করা হবে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, শিক্ষিত প্রজন্মই একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলে। দোস্ত এইডের মতো সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং একটি প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। শিক্ষাবৃত্তির মতো কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। তিনি দোস্ত এইডসহ এ ধরনের মানবিক কাজে নিয়োজিত সংস্থাগুলোকে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে ১৫০ জন এতিম শিক্ষার্থীর প্রত্যেককে ৬,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়তা করবে। এতে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা তৈরি হয়েছে।

দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, শিক্ষা অফিসার শওকত মিয়া, পিআরও মুজাহিদুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট