
ডিইএব এর যুগ্ম আহ্বায়ক হলেন শরীয়তপুরের মাহাবুবুর রহমান হিরু তালুকদার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-এর ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তালুকদার বাড়ীর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হিরু তালুকদার । সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত নতুন আহ্বায়ক কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পেশাগত দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীল নেতারা।
নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হিরু তালুকদার বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি আদায়, চাকরিতে বৈষম্য দূর করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি আন্তরিকভাবে কাজ করব। ডিইএব সবসময় পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
ডিইএব ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের দাবিদাওয়া বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।