
গর্বিত বিজয়
রক্তাক্ত এই সোনার দেশ
কারসাজিতে চলছে বেশ,
ক্ষিপ্ত পাক প্রতিক্ষণ।
রক্তের স্রোত বইছে বন্যা
মা,বোনের অশ্রুর ঝর্ণা
রণ হচ্ছে বুকের ধন।
ধর্ষিতার আত্ম-চিৎকার
মায়ের করুণ হাহাকার,
গগণে প্রকম্পিত।
চাইনা থাকতে পরাধীন
সোনার বাংলা হোক স্বাধীন
আনন্দে উদ্বেলিত।
লক্ষাধিক আত্মহুতি
পাক সেনার পরিণতি
করলো শেষ সমর্পণ।
গর্বিত সেই বিজয়ে
বুকটা ফুলে নির্ভয়ে
হৃদয়ে দেশের দর্পণ।