গর্বিত বিজয়
রক্তাক্ত এই সোনার দেশ
কারসাজিতে চলছে বেশ,
ক্ষিপ্ত পাক প্রতিক্ষণ।
রক্তের স্রোত বইছে বন্যা
মা,বোনের অশ্রুর ঝর্ণা
রণ হচ্ছে বুকের ধন।
ধর্ষিতার আত্ম-চিৎকার
মায়ের করুণ হাহাকার,
গগণে প্রকম্পিত।
চাইনা থাকতে পরাধীন
সোনার বাংলা হোক স্বাধীন
আনন্দে উদ্বেলিত।
লক্ষাধিক আত্মহুতি
পাক সেনার পরিণতি
করলো শেষ সমর্পণ।
গর্বিত সেই বিজয়ে
বুকটা ফুলে নির্ভয়ে
হৃদয়ে দেশের দর্পণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com