
নারায়ণগঞ্জে গত ১৬ নভেম্বর বিএনপির সাবেক নেতা আলহাজ্ব গোলাম ফারুক খোকন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারউম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি আলহাজ্ব গোলাম ফারুক খোকন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারউম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ বাসী। উৎসব মুখর পরিবেশে মুড়াপাড়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছান্তে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপি নেতা হাজী আমানউল্লাহ, উপস্থিত ছিলেন, ছালাউদ্দিন বাসেদ, জহিরুল ইসলাম, পারভেজ মিয়া, মোস্তফা মিয়া ও হায়দার আলী উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃবৃন্দরা।