
গোলাপী এখন ট্রেনে, জানালায় ভাসে হাওয়া,
চোখে তার ঢেউ লাগে, পথেরই ডাক যেন ধাওয়া।
রেলের সেই টুংটাং সুরে, মন হয় কেমন হাল্কা,
দূরের সব চিন্তা উড়ে যায়, রেখে যায় মেঘের মাল্কা।
তার চুলে ধরা রোদের রেখা, কাঁপে সাথে স্টেশনের গান,
স্বপ্নগুলো রেলের মতোই ছুটে চলে অজানা প্রাণ।
গোলাপীর মন জেগে থাকে, নতুন দিনের ফেরে,
ট্রেনের ছন্দে হারিয়ে থেকে— ফিরে আসে আবার ঘরে।