
গোলাপী এখন ট্রেনে, জানালায় ভাসে হাওয়া,
চোখে তার ঢেউ লাগে, পথেরই ডাক যেন ধাওয়া।
রেলের সেই টুংটাং সুরে, মন হয় কেমন হাল্কা,
দূরের সব চিন্তা উড়ে যায়, রেখে যায় মেঘের মাল্কা।
তার চুলে ধরা রোদের রেখা, কাঁপে সাথে স্টেশনের গান,
স্বপ্নগুলো রেলের মতোই ছুটে চলে অজানা প্রাণ।
গোলাপীর মন জেগে থাকে, নতুন দিনের ফেরে,
ট্রেনের ছন্দে হারিয়ে থেকে— ফিরে আসে আবার ঘরে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com