
মাদক কে না বলুন, ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ব্যবসায়ী অত্যাচারে অতিষ্ঠ গাইবান্ধা শহরের মাস্টারপাড়া সাধারণ জনগণ ও এলাকাবাসী। গাইবান্ধা সদর থানায় অভিযোগ দেওয়ার পরেও চিহ্নিত ব্যবসায়ীদেরকে গ্রেফতার না করে প্রশাসনের নিরব ভূমিকা পালন করছে।এর কারণে মাস্টারপাড়ার এলাকাবাসী আজ সকাল ১১ টায় ভি-এইড মসজিদের সামনে গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী সাদ মাহামুদ সৈকতকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সচেতন এলাকাবাসী ও যুব সমাজ।