নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির নিকট কালিতলা মহাশ্মশানের পাশের নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কাছে গিয়ে নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি আনুমানিক ৩২ বছর বয়সী এক পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।