
আবুধাবী প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ মুবিন (রহ.) আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পর তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর টানা প্রায় ২৩–২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ সকাল ৮টায় আবুধাবীর ক্লিভল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ মুবিন বেশ কয়েক বছর ধরে আবুধাবীতে কর্মরত ছিলেন এবং একজন নিষ্ঠাবান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে প্রবাসী ও দেশবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।