1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় সাধারণ ডায়েরি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
শেরপুরের ঝিনাইগাতীতে আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৬) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর দুপুরে আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের পূর্ব পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে এই ঘটনার সূত্রপাত হয়। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, কলেজের পাশের বাসিন্দা মো. শাহজাহান (৫৩), মো. জয়নাগ আবেদীন (৫০), মো. মায়নাল মিয়া (৪৫), মো. বাদশা মিয়া (৩০), মোছা. সিউটি, মোছা. মনসাসহ তাদের পরিবারের সদস্য এবং আরও অজ্ঞাতনামা ১০/১২ জন দীর্ঘদিন ধরে কলেজের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়ে আসছিল। এর আগে গত ২১ অক্টোবর বাউন্ডারি নির্মাণকালে বিবাদীরা বাধা দিলে কাজ বন্ধ রেখে কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। পরে সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী কর্তৃক জমির দলিল যাচাই-বাছাই ও তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষের পক্ষে রায় প্রদান করে পুনরায় নির্মাণকাজ চালুর নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, নির্দেশনার পরও গত ২৫ নভেম্বর বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র (দা), লোহার শাবল, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলমসহ শিক্ষক-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে কলেজের অধ্যক্ষসহ প্রায় ৭০ জন শিক্ষক-কর্মচারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা যে কোনো সময় গুরুতর ক্ষতি করতে পারে, এমন আশঙ্কায় ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম বলেন,
“আইনগতভাবে আমাদের পক্ষে রায় হওয়ার পরও আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছি।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজ কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট