প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৬:৫০ পি.এম
ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় সাধারণ ডায়েরি

শেরপুরের ঝিনাইগাতীতে আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৬) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর দুপুরে আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের পূর্ব পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে এই ঘটনার সূত্রপাত হয়। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, কলেজের পাশের বাসিন্দা মো. শাহজাহান (৫৩), মো. জয়নাগ আবেদীন (৫০), মো. মায়নাল মিয়া (৪৫), মো. বাদশা মিয়া (৩০), মোছা. সিউটি, মোছা. মনসাসহ তাদের পরিবারের সদস্য এবং আরও অজ্ঞাতনামা ১০/১২ জন দীর্ঘদিন ধরে কলেজের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়ে আসছিল। এর আগে গত ২১ অক্টোবর বাউন্ডারি নির্মাণকালে বিবাদীরা বাধা দিলে কাজ বন্ধ রেখে কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। পরে সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী কর্তৃক জমির দলিল যাচাই-বাছাই ও তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষের পক্ষে রায় প্রদান করে পুনরায় নির্মাণকাজ চালুর নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, নির্দেশনার পরও গত ২৫ নভেম্বর বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র (দা), লোহার শাবল, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলমসহ শিক্ষক-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে কলেজের অধ্যক্ষসহ প্রায় ৭০ জন শিক্ষক-কর্মচারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা যে কোনো সময় গুরুতর ক্ষতি করতে পারে, এমন আশঙ্কায় ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম বলেন,
“আইনগতভাবে আমাদের পক্ষে রায় হওয়ার পরও আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছি।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজ কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত