
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শুক্রবার ১২ ডিসেম্বর রাতে প্রাক্তন শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুর রহমান হিরু তালুকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন আজাদ এর বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করে আগামী ২৫ ডিসেম্বর বিকেলে একটি প্রস্তুতিমূলক সভার আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ হকানি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আক্তার হোসেন কবিরাজ, মোঃ মাসুদুর রহমান মাঝি, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টিএম গোলাম মোস্তফা, আলি আশরাফ তালুকদার সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ।