
অভিযানে অনুমোদনহীন ভাবে সার বিক্রি করা়র দায়ে ঘোড়াঘাট পৌরসভার বাগের হাটের দুটি দোকানে ৩ হাজার করে ৬ হজার টাকা ও ডুগডুগিহাট বাজারে তিনটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একটি বিসিআইসি ডিলার দোকানে ৫ হাজার ও অন্য দুটি দোকানে ২ হাজার করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিশ্ববিদ্যার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন এসআই সাব্বিরের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল।
এ বিষয়ে এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, সার নীতিমালা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।