1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের পোস্টাল ব্যালট সচেতনতায় রাষ্ট্রদূত! লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে পুলিশ ও গণমাধ্যমের ভূমিকা নওগাঁয় কর্মবিরতি আন্দোলনে উসকানির অভিযোগ-প্রধান শিক্ষকের বদলি হয়নি এখনো ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেএসডি প্রার্থী: দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় উন্নয়নের প্রতিশ্রুতি এডভোকেট তৈমুর রেজার নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার ও অর্থনীতি টাঙ্গাইল-৪ কালিহাতীতে জামায়াতের প্রার্থীর তিন প্রতিশ্রুতি: মাদকমুক্ত সমাজ, উন্নত শিক্ষা ও যুব কর্মসংস্থান গাইবান্ধায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি এক দ্বৈত নাগরিক

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ইসরাইলের সঙ্গে গত জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় ইরানে গ্রেফতার হওয়া এক দ্বৈত নাগরিককে শত্রুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এ কথা জানিয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন সংবাদ সংস্থা অভিযুক্তের নাম প্রকাশ করেনি। তাকে শুধু ‘একজন দ্বৈত নাগরিক’ হিসেবে বর্ণনা করেছে।  এর আগে, তিনি ইউরোপের একটি দেশে বসবাস করতেন। গত  জুন মাসে ওই যুদ্ধের সময় তাকে ইরানে গ্রেফতার করা হয়। সোমবার সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইরানের একটি আদালত তার মামলার শুনানি শুরু করেছে। তার বিরুদ্ধে ‘জায়নিস্ট শাসনের স্বার্থে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তি’র অভিযোগ আনা হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মিজানের দেওয়া তথ্য মতে, অভিযুক্ত ব্যক্তি যুদ্ধ শুরুর এক মাস আগে ইরানে প্রবেশ করেছিলেন।  তদন্তে দেখা গেছে, অভিযুক্ত ইসরাইলের মোসাদ গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং ‘ইউরোপের কয়েকটি দেশের রাজধানী ও দখলকৃত অঞ্চলগুলোতে একজন এজেন্ট’ হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।

সংস্থাটি আরও জানিয়েছে, তার গ্রেফতারের সময় এবং যে ভিলায় তিনি অবস্থান করছিলেন, সেখানে উন্নতমানের গোয়েন্দা সরঞ্জাম পাওয়া গেছে। পরমাণু কর্মসূচিকে ঘিরে গত জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের প্রাণঘাতী যুদ্ধ সংঘটিত হয়। ২৪ জুন দুইদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধ চলাকালে ইরানি কর্তৃপক্ষ তিন জন ইউরোপীয়কে গ্রেফতারের ঘোষণা দেয়। তাদের মধ্যে ছিলেন ১৯ বছর বয়সী ফরাসি-জার্মান সাইক্লিস্ট লেনার্ট মন্টারলস। তবে পরে তাকে মুক্তি দেওয়া হয়।

গত অক্টোবরে ইরান একটি আইন পাশ করে। এতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষীদের বিরুদ্ধে শাস্তি আরও কঠোর করা হয়।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট