গত সোমবার সকালে নিতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের মাঠে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, শাহিন আক্তার ও খালেদা জিয়া–তারেক রহমান মুক্ত পরিষদ নওগাঁ জেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ ও হাফেজ আসাদুজ্জামান।