1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” এর সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত

মোহাম্মদ আলি শিবগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

“সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” এর সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরস্থ সদর মডেল থানার সামনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনন্দমূখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

“সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” এর সভাপতি ফয়সাল আজম অপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখার আলম (বাবু) র সঞ্চালনায় সভায় সংগঠন ও সাংবাদিকতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন ক্লাবের উপ-দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও উপদেষ্টা আব্দুস সামাদ বাবু।

আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া, সহ-সভাপতি আকবর কবির রবিন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নাহিদ উজ্জামান, তথ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনি কাউসার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম (বকুল) প্রমূখ।

“সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” এর সভাপতি ফয়সাল আজম অপু বলেন, আমাদের প্রেসক্লাব জেলায় কর্মরত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তার প্রতীক। সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে। সদস্যদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধ পরিকর থাকার আহ্বান জানান। সদা সর্বদা সাংবাদিক সদস্যদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক ইফতেখার আলম (বাবু) বলেন, “সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” এর কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। ডিজিটাল সাংবাদিকতা, পেশাগত প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সভায় অন্যান্য বক্তারাও সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সারওয়ার জাহান (ফরহাদ), দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল, নির্বাহী সদস্য মোঃ ইসারুল, নবীওয়ালী উল্লাহ, আনোয়ার হোসেন, অভিজিৎ, সাধারণ সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, সাংবাদিক মোনায়েম বিল্লাহ, উপদেষ্টা কাজী আব্দুল বারী, বিশিষ্টজন মোঃ ইকবাল সহ সুধীমহল।

সভায় নেতৃবৃন্দ বিপদে-আপদে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান এই পেশাকে কেউ যেন কুলসিত করতে না পারে সে ব্যাপারে সকলেই সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট