
দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এড. হেলাল উদ্দিন আকন নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো: ইমরুল হাসান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মজিবুর রহমান ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ১৬৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে এড. হেলাল আকন ১৭৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন সরদার পেয়েছেন ১৪২ ভোট।
নির্বাহী সদস্য পদে ১৫ জন প্রার্থীর মধ্যে, আলি আহমেদ মোল্লা ৩৪০ ভোট, রিংকু তালুকদার ৩২০ ভোট, বিএম কামরুল হাসান ৩১২ ভোট, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৩০২ ভোট ও এনামুল হক ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।