1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ  ৩২ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনীসম্মাননা ২০২৫

বগুড়ার নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান

শিবগঞ্জ (বগুড়া) :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

“নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, প্রতিবাদ করি ও প্রতিরোধ গড়ে তুলি” স্লোগানে বগুড়ার শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পল্লীশ্রী বাস্তবায়িত “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষ করে নারী ও কন্যাশিশুর সামাজিক ও মানবাধিকার অংশগ্রহণ জোরদারকরণ (হোপ)” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ সমাজের অগ্রগতির অন্যতম বড় বাধা। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র হোপ প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রচারাভিযানের সভাপ্রধান শামসুন নাহার। তিনি বলেন, “নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজে ইতিবাচক মানসিকতা ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল নারী নয়, গোটা সমাজের উন্নয়নের ভিত্তি।”

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা-তুজ-জহুরা, নেটজ্ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন, মোকামতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার।

শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ সংগঠনের প্রচার সম্পাদক ও মানবাধিকার কর্মী রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় প্রচারাভিযানে উপস্থিত ছিলেন পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুন, দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে নারীর অধিকার রক্ষা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আইনি সহায়তা গ্রহণের পদ্ধতি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া অধিকার ভিত্তিক নাটিকা, সিগনেচার ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট