
গাইবান্ধা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি) গাইবান্ধা সাধারণ শিক্ষার্থীরা নিয়োগ বিধিমালা সংশোধনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন।
গত কাল দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরর ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন-গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২৩ এর সকল সাব-টেকনিক্যাল পদসমূহ ডিপ্লোমা ইন লাইভস্টক অন্তর্ভুক্ত করে দ্রুত নিয়োগ বিধিমালা সংশোধন ও নিয়োগের দাবিতে গাইবান্ধা-সাঘাটা সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আল মামুন, রিয়াদ হাসান, সজিব মিয়াসহ অন্যান্যরা। তারা বলেন আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা ক্লাসে ফিরব না, প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।